এক্সপ্লোর
Ayodhya Deepotsav 2021: অযোধ্যার 'দীপোৎসব'-এ জ্বলল ১২ লক্ষ প্রদীপ, নাম উঠল গিনেস বুকে
অযোধ্যার 'দীপোৎসব'
1/18

দীপাবলির সঙ্গে জুড়ে রয়েছে রামায়ণ-কথা।
2/18

কাহিনি অনুসারে, লঙ্কারাজ রাবণ-বধ করে, ১৪ বছর বনবাস শেষ করে, দীপাবলির দিনই ঘরে ফেরেন সস্ত্রীক রামচন্দ্র।
3/18

দশরথ-পুত্রের ঘরে ফেরার আনন্দে আলোয় সেজে ওঠে রাম-রাজ্য অযোধ্যা।
4/18

শোনা যায়, এই সময় রাম-লক্ষ্মণকে স্বাগত জানাতে প্রদীপের মালায় সেজে ওঠে সরযূর তীর।
5/18

সেই থেকেই অধুনা উত্তরপ্রদেশের অযোধ্যাতে ধুমধাম করে দীপাবলি পালন করা হয়।
6/18

এই বছরও ঘটেনি ব্যতিক্রম।
7/18

অজস্র দীপের মালায় নয়নাভিরাম সাজে সেজে ওঠে অযোধ্যা।
8/18

গত বছরের মতো এই বছরেও রাজকীয় দীপোৎসবের আয়োজন করে যোগী সরকার।
9/18

সেখানে জ্বালানো হয় ১২ লক্ষ মাটির প্রদীপ। চারিদিক ঝলমলিয়ে ওঠে ঐশ্বরিক সাজে।
10/18

এই বছর অযোধ্যার মুকুটে জুড়ল নয়া পালক।
11/18

সর্বাধিক প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Record) জায়গা করে নিয়েছে অযোধ্যা।
12/18

এই ১২ লক্ষ প্রদীপের মধ্যে সরযূ-ঘাটেই জ্বালানো হয় ৯ লক্ষ প্রদীপ।
13/18

বাকি ৩ লক্ষ প্রদীপ জ্বালানো হয় অযোধ্যার মন্দিরগুলিতে।
14/18

১৫টি বিশ্ববিদ্যালয়, ৫টি কলেজের পড়ুয়া, ৪৫টি স্বনিযুক্তি গোষ্ঠী থেকে ১২ হাজার স্বেচ্ছাসেবক দীপোৎসবে অংশ দেন।
15/18

দীপোৎসবে আয়োজন করা হয় লেজার শোয়েরও।
16/18

সরযূর তীরে আলো-শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রামায়ণের কাহিনি। হাজির ছিলেন স্বয়ং যোগী আদিত্যনাথ।
17/18

শ্রীলঙ্কা ও রাজধানী দিল্লি থেকে শিল্পীরা এতে পারফর্ম করেন। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
18/18

গত বছর, ৫ লক্ষ ৮৪ হাজার ৩৭২ টি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছিল যোগীরাজ্য।
Published at : 04 Nov 2021 02:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















