এক্সপ্লোর
Air Force Day 2023: বায়ুসেনার নতুন প্রতীক! গীতার শ্লোকের অনুপ্রেরণা! কী অর্থ?
IAF Day: কী রয়েছে এই Crest-এ? কোন প্রতীকে কী অর্থ?
নিজস্ব চিত্র
1/10

স্বাধীন ভারতের পথচলার শুরু থেকেই সঙ্গী ছিল এই বাহিনী। স্বাধীনতার পরে বেশ কয়েকটি যুদ্ধে ভারতীয় সার্বভৌমত্ব রক্ষায় অসম সাহসিকতার পরিচয় দিয়েছে এই বাহিনী। কয়েক দশকে বদল এসেছে চেহারায়, আধুনিকতায়।
2/10

আজ, ৮ অক্টোবর, পালিত হচ্ছে ভারতীয় বায়ুসেনা দিবস (Indian Air Force Day)। এই বছর ৯১তম বার্ষিকী। এই বছরই নতুন প্রতীক সামনে এনেছে ভারতীয় বায়ু সেনা।
3/10

এদিন উত্তর প্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) বার্ষিক অ্যানুয়াল ফোর্স প্যারেডে প্রকাশ্যে আসে নতুন এই প্রতীক।
4/10

বাহিনীর মূল ভাবনা ও কাজকে আরও ভাল করে বোঝানোর জন্য নতুন এই প্রতীক বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।
5/10

আগে বায়ুসেনার প্রতীকে IAF Crest ছিল না। এবার সেটি আনা হয়েছে। পতাকার ডানদিকে থাকছে ওই Crest, তার নীচে থাকছে বায়ুসেনার তেরঙ্গা Roundel. পতাকা বাঁ দিকে উপরে থাকছে ভারতীয় তেরঙ্গা।
6/10

এর আগে ব্রিটিশ ভারতের বায়ুসেনার নাম ছিল Royal Indian Air Force. স্বাধীনতার পরে ব্রিটিশ পতাকার জায়গায় ভারতের পতাকা এবং তেরঙ্গা Roundel করা হয়। এবার প্রতীকে আরও বদল এল।
7/10

Crest-এ রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র, সঙ্গে নীচে দেবনাগরী হরফে লেখা রয়েছে 'সত্যমেব জয়তে'। তার নীচে রয়েছে উড়ন্ত হিমালয়ান ঈগল।
8/10

উড়ন্ত হিমালয়ান ঈগলকে ঘিরে রয়েছে একটি বৃত্ত, সেখানে দেবনাগরী হরফে লেখা ভারতীয় বায়ুসেনা। IAF-এর মোটো (Moto) ওই হিমালয়ান ঈগলের নীচে দেবনাগরী হরফে খোদাই করা হয়েছে। ভাগবত গীতার ১১ নম্বর পরিচ্ছদের ২৪ নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছে। - মোটো হল 'touch the sky with the glory'
9/10

প্রতিবছরই এই দিনটি পাল করে ভারতীয় বায়ুসেনা (IAF)। বায়ুসেনার গৌরব, সাহসিকতার নমুনা, সামরিক ক্ষমতার প্রদর্শনী চলে। এদিন প্রয়াগরাজে বায়ুসেনা প্রদর্শনীতে যোগ দিয়েছিল একাধিক বিমান।
10/10

চিনুক, চেতক, অ্যাপাচে কপ্টার, জাগুয়ার-রাফাল যোগ দিয়েছিল এই শো-তে। আগে সাধারণত দিল্লির কাছে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে এই প্যারাড হতো। ২০২১ পর্যন্ত তেমনটাই প্রথা ছিল। ২০২২ থেকে দিল্লির বাইরে নিয়ে যাওয়া হয় এই প্যারাড। গত বছরে হয়েছিল চন্ডীগড়ে।
Published at : 08 Oct 2023 08:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























