এক্সপ্লোর
Exam Schedule on Covid19: মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার এবার নয়া নিয়ম, জেনে নিন কী কী
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/22e63ebc396cee2082157021239859b1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরীক্ষার নিয়মে একগুচ্ছ বদল
1/6
![করোনা আবহে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে দোটানায় ছিল পড়ুয়ারা। তবে বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/eb125dad27b3513a4d7c1ebd9af98350b94cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা আবহে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে দোটানায় ছিল পড়ুয়ারা। তবে বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
2/6
![জানানো হয়েছে, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্য়াখ্যা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যাপার থাকে। তাই ওই পরীক্ষা আগে নেব। মাধ্যমিক তো আমাদের ঘরের ব্যাপার। তাই ওটা পরে নেওয়টার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/a7f0ad75bfe238d518d1263c70dff7cdcdc47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানানো হয়েছে, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্য়াখ্যা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যাপার থাকে। তাই ওই পরীক্ষা আগে নেব। মাধ্যমিক তো আমাদের ঘরের ব্যাপার। তাই ওটা পরে নেওয়টার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
3/6
![তবে করোনা আবহে পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। কী কী নয়া নিয়ম? ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/4fb0f0c3b2e203069125fa272c30fa46894d8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে করোনা আবহে পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। কী কী নয়া নিয়ম? ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে।
4/6
![অন্যস্কুলে গিয়ে নয়, নিজের স্কুলেই পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা। এতে বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার সিট পড়লে গাড়ি চড়ে অন্যত্র যেতে হবে না ছাত্র-ছাত্রীদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/13c026b17e202b83245c8081cd899824b3df8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যস্কুলে গিয়ে নয়, নিজের স্কুলেই পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা। এতে বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার সিট পড়লে গাড়ি চড়ে অন্যত্র যেতে হবে না ছাত্র-ছাত্রীদের।
5/6
![ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। নিজ নিজ স্কুলই ঐচ্ছিক বিষয়ে নম্বর দিয়ে দেবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/9b5aa9c09f8c0c84b1243af29e10be9c3145a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। নিজ নিজ স্কুলই ঐচ্ছিক বিষয়ে নম্বর দিয়ে দেবে।
6/6
![মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য পর্ষদকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/a3705dfb7275decd5e113ab2dcbeaf87b84cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য পর্ষদকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
Published at : 27 May 2021 06:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)