এক্সপ্লোর
Operation Ajay:যুদ্ধের পরিবেশ ছেড়ে ইজরায়েল থেকে ভারতে ফিরল ২১২ জন, সৌজন্যে 'অপারেশন অজয়'
First Batch Of Indian Nationals Reached: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরল প্রথম দল। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল।

যুদ্ধের পরিবেশ ছেড়ে ইজরায়েল থেকে ভারতে ফিরল ২১২ জন, সৌজন্যে 'অপারেশন অজয়'
1/10

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরল প্রথম দল। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
2/10

'অপারেশন অজয়'-এ যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ইজরায়েল থেকে ফেরানো হয়। বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিল।
3/10

শনিবার থেকে ইজরায়েলে টানা হামলা চালিয়ে যাচ্ছে হামাস।এই পরিস্থিতিতে ইজরায়েল বসবাসকারী বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
4/10

একে তো দেশ থেকে এত দূরে, তার উপর এই পরিস্থিতি। এমন একটা সময়ে ভারতীয়দের দেশের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
5/10

'অপারেশন অজয়'-এ ইজরায়েল থেকে এক শিশুকে নিয়ে দেশে ফিরেছেন এক মহিলা। তিনি সেখানকার আতঙ্কজনক পরিস্থিতির কথা সংবাদ সসংস্থা ANI-এর কাছে বর্ণনা করেন।
6/10

বলেন, "হামলার প্রথম দিনে, আমরা তখন ঘুমিয়েছিলাম। সকাল সাড়ে ৬টার সময় সাইরেন বেজে ওঠে। আমরা শেল্টারের দিকে ছুটে যাই তখন। খুব কঠিন ছিল বিষয়টি, কিন্তু আমরা কোনও রকমে সেখানে পৌঁছাই। এখন আমরা চিন্তামুক্ত। এরজন্য ভারত সরকারকে ধন্যবাদ।"
7/10

দেশে ফিরে ওই ২১২ জন যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখনই গাজার বাসিন্দাদের উদ্দেশে নয়া হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।
8/10

প্রাণ বাঁচাতে হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজা স্ট্রিপের উত্তরাংশের বাসিন্দারা যেন দক্ষিণ দিকে সরে যান, সরাসরি জানিয়ে দিয়েছে তারা।
9/10

ওয়াকিবহাল মহলের মতে, এর অর্থ স্পষ্ট। এর পর গাজায় 'গ্রাউন্ড ইনভেশন' বা ভূপথে হামলা করবে ইজরায়েল। তার আগে চূড়ান্ত সতর্কবার্তা।
10/10

তিমধ্যে, টানা আকাশপথে হামলা চালিয়ে হামাসের সামরিক পোস্ট নিশ্চিহ্ন করে দিয়েছে ইজরায়েল এয়ার ফোর্স। এদিন সে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায় তারা। এসবের মধ্যে দেশে ফিরতে পেরে ভারত সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছেন ইজরায়েল থেকে আসা ২১২ জন বাসিন্দা।
Published at : 13 Oct 2023 02:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
