এক্সপ্লোর
Nitish Kumar:সকালে ইস্তফার পর বিকেলে শপথগ্রহণ, প্রথম বার্তায় কী বললেন নীতীশ?
Bihar news:'অতীতেও আমরা একসঙ্গে ছিলাম। মাঝে আলাদা হয়ে যাই ঠিকই, কিন্তু আমাদের দল এবার বুঝতে পেরেছে', মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারের।
শপথগ্রহণের পর প্রথম বার্তা নীতীশ কুমারের (ছবি:PTI)
1/8

'অতীতেও আমরা (জেডিইউ এবং বিজেপি) একসঙ্গে ছিলাম। মাঝে আলাদা হয়ে যাই ঠিকই, কিন্তু আমাদের দল এবার বুঝতে পেরেছে। তাই সিদ্ধান্ত হয়েছে, আমরা সব সময় একসঙ্গে থাকব', আরজেডি-র হাত ছেড়ে বিজেপির হাত ধরার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারের । (ছবি:PTI)
2/8

জেডি(ইউ) প্রধান জানান, এদিন আরও ৮ জন শপথ নিয়েছেন। বাকিরাও দ্রুত শপথ নেবেন। তাঁর কথায়, 'সম্রাট চৌধুরি এবং বিজয়কুমার সিংহ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন। বিহারের উন্নয়নের জন্য আমরা কাজ করব।'(ছবি:PTI)
Published at : 28 Jan 2024 10:12 PM (IST)
আরও দেখুন





















