এক্সপ্লোর
Tripura CM: ত্রিপুরায় মানিকেই আস্থা বিজেপির, ক্যাবিনেটে রইল আরও জায়গা, তিপ্রা মোথাকে বার্তা?
Tripura New Government: বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। এই নিয়ে দ্বিতীয় বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন তিনি।
![Tripura New Government: বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। এই নিয়ে দ্বিতীয় বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/b29b0f6f8774b0bbb63358fdbc043b911678294386256385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
![ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসলেন মানিক সাহা। বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। তাঁকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নেমেছিল বিজেপি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/b062166e68db4a5f7b8836e238676d7f510bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসলেন মানিক সাহা। বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। তাঁকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নেমেছিল বিজেপি।
2/10
![বুধবার আগরতলায় মানিকের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হয় শপথগ্রহণ অনুষ্ঠান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/6620ab6039cff9189cb7f33788e726a382b35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার আগরতলায় মানিকের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হয় শপথগ্রহণ অনুষ্ঠান।
3/10
![মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তর পূর্বের রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/d0273352cbabc303a17c11fa43174a5503b12.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তর পূর্বের রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
4/10
![বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। ২০১৮ সালে ত্রিপুরার ক্ষমতা দখল করে বিজেপি। প্রথমে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছিল। পরে তাঁকে সরিয়ে আনা হয় মানিক সাহাকে। এবারও তিনিই মুখ্যমন্ত্রী পদে বসলেন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/6cd4b67ebac0e73c035df4dea571457dfcb08.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। ২০১৮ সালে ত্রিপুরার ক্ষমতা দখল করে বিজেপি। প্রথমে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছিল। পরে তাঁকে সরিয়ে আনা হয় মানিক সাহাকে। এবারও তিনিই মুখ্যমন্ত্রী পদে বসলেন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও।
5/10
![এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। হাজির ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের মুখ্মন্ত্রী এন বীরেন সিং এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/1f68c0d487ca169b81826d16200ac268bec80.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। হাজির ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের মুখ্মন্ত্রী এন বীরেন সিং এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু।
6/10
![নতুন ক্য়াবিনেটে ফের জায়গা পেয়েছেন আগের সরকারের ৪ জন মন্ত্রী। মন্ত্রিসভায় নতুন করে ঢুকেছেন তিন মন্ত্রী। তাঁদের মধ্যে বিপ্লব দেব ঘনিষ্ঠ রয়েছে। জায়গা পেয়েছেন সেরাজ্যের বিজেপির তফসিলি মোর্চার মুখও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/847126301c20683ed45f7d4163d1f1d23d43e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন ক্য়াবিনেটে ফের জায়গা পেয়েছেন আগের সরকারের ৪ জন মন্ত্রী। মন্ত্রিসভায় নতুন করে ঢুকেছেন তিন মন্ত্রী। তাঁদের মধ্যে বিপ্লব দেব ঘনিষ্ঠ রয়েছে। জায়গা পেয়েছেন সেরাজ্যের বিজেপির তফসিলি মোর্চার মুখও।
7/10
![ত্রিপুরায় IPTF-এর সঙ্গে হাত মিলিয়ে জয় পেয়েছে বিজেপি। মন্ত্রিসভায় জায়গা পেয়েছে IPTF-এর এক বিধায়কও। এদিনই শপথ নিয়েছেন তিনি। উল্লেখযোগ্য ভাবে ক্যাবিনেটের ৩টি পদ খালি রাখা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/4b62b4383646149008ad4769476e4b70e5a88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ত্রিপুরায় IPTF-এর সঙ্গে হাত মিলিয়ে জয় পেয়েছে বিজেপি। মন্ত্রিসভায় জায়গা পেয়েছে IPTF-এর এক বিধায়কও। এদিনই শপথ নিয়েছেন তিনি। উল্লেখযোগ্য ভাবে ক্যাবিনেটের ৩টি পদ খালি রাখা হয়েছে।
8/10
![সূত্রের খবর, তিপ্রা মোথা বিজেপির সঙ্গে হাত মেলাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। যদি তা হয়, সেক্ষেত্রে ওই দলটির জন্য ক্যাবিনেটে জায়গা রাখা হতে পারে। সেদিকটা ভেবেই আপাতত জায়গা রাখা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/4eba77798a645d5cd33b097dd3d2303d9c5f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সূত্রের খবর, তিপ্রা মোথা বিজেপির সঙ্গে হাত মেলাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। যদি তা হয়, সেক্ষেত্রে ওই দলটির জন্য ক্যাবিনেটে জায়গা রাখা হতে পারে। সেদিকটা ভেবেই আপাতত জায়গা রাখা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
9/10
![নির্বাচনের ফল বেরনোর পরেই রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্বাচনের পরেরদিনই এক সিপিএম কর্মী খুন হয়েছিলেন। ফল প্রকাশের পরেই তা আরও বেড়েছে বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসার জেরে অনুষ্ঠান বয়কট করে বাম-কংগ্রেস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/2ea4bed207327d1094695d2cc76152980026c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নির্বাচনের ফল বেরনোর পরেই রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্বাচনের পরেরদিনই এক সিপিএম কর্মী খুন হয়েছিলেন। ফল প্রকাশের পরেই তা আরও বেড়েছে বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসার জেরে অনুষ্ঠান বয়কট করে বাম-কংগ্রেস।
10/10
![বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এ বারের নির্বাচনে ধানপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তবে আসনটি ছেড়ে দেবেন তিনি। আপাতত সাংসদ পদেই থাকবেন তিনি। সব ছবি: PTI](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/355cf9d637ec74e381c6cdcdeb62697c8c2ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এ বারের নির্বাচনে ধানপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তবে আসনটি ছেড়ে দেবেন তিনি। আপাতত সাংসদ পদেই থাকবেন তিনি। সব ছবি: PTI
Published at : 08 Mar 2023 10:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)