এক্সপ্লোর
এবার জাপান ও কানাডা, ভারতের কোভিডযুদ্ধে পাশে দাঁড়াল আরও দুই দেশ
Corona Virus Updates Japan and Canada extended their help in India's fight against Covid
1/7

মার্কিন যুক্তরাষ্ট্র, লাটভিয়ার পর এবার জাপান ও কানাডা। ভারতের পাশে দাঁড়াল আরও দুই দেশ।
2/7

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে লন্ডভন্ড ভারত। এই অবস্থায় করোনা রোধী যুদ্ধে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছে একাধিক দেশ।
3/7

জাপান থেকে শনিবার ভারতে এসে পৌঁছেছে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর।
4/7

কানাডা থেকে এদিন ভারতে উড়ে এসেছে ৫০ টি ভেন্টিলেটর।
5/7

জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডা ভারতের জন্য পাঠিয়েছে রেমডিসিভিরের ২৫ হাজার ভাইলও।
6/7

জাপান ও কানাডার এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভবিষ্যৎ পথচলার ক্ষেত্রে আরও দৃঢ় করবে বলেই মনে করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
7/7

ভারতের করোনা পরিস্থিতি খারাপ হওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্র, লাটভিয়ার মতো দেশ অক্সিজেন কনসেনট্রেটর সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী ভারতে আগেই পাঠিয়েছে। আমেরিকা তাদের সাহায্যের হাত আরও বাড়িয়ে দেবে বলেই জানিয়েছে। (তথ্য ও ছবি সৌজন্য- ANI)
Published at : 08 May 2021 07:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























