তুষার চাদরে ঢেকেছে উপত্যকা, বাতিল বহু বিমান, আটকে পর্যটকরা, দেখুন ছবি
1/10
ভূস্বর্গের বিশাল অংশ এখন তুষারাবৃত। অবিরত তুষার পাত হয়েছে প্রায় ২৪ ঘণ্টা ধরে। পড়ছে বৃষ্টিও।
2/10
অবিরত তুষারপাতে উপত্যকা যেন এখন ক্যালেন্ডারের ছবি। ঢেকেছে পথঘাট। বাড়িঘর। সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা।
3/10
ঢেকেছে গাড়ি। যান চলাচল বিশালভাবে বিঘ্নিত হয়েছে। বিঘ্নিত হয়েছে বিমান চলাচলও।
4/10
প্রচণ্ডরকম কুয়াশা তো আছেই, হচ্ছে বৃষ্টি। এতে কমে গিয়েছে দৃশ্যমানতা। হঠাৎ বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধেয় পড়েছেন পর্যটকরা।
5/10
এভাবেই তুষারের চাদরে গা-ঢাকা দিয়েছে উপত্যকা। ভূস্বর্গ জুড়ে এখন নয়নাভিরাম ছবি।
6/10
মঙ্গলবার থেকে শ্রীনগর বিমানবন্দর থেকে বেশিরভাগ ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ৩৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মঙ্গলবার ৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
7/10
করোনা আবহে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভিড় উদ্বেগ বাড়িয়েছে। তুষারপাতের একই রকম ছবি হিমাচলপ্রদেশেও।
8/10
শ্রীনগরে এখন কনকনে ঠাণ্ডা। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে শূন্যের কাছাকাছি।
9/10
পর্যটকরা মজেছেন আনন্দে। প্রায় ২৪ ঘণ্টা ধরে হালকা থেকে ভারী তুষার ও বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে ভূস্বর্গ। ক্রমাগত তুষারপাত হিমাচলেও। রোটাং পাসের পথে যান চলাচল বন্ধ।
10/10
চন্দ্রকোট ও নেহারে প্রবল তুষারপাতে আটকে পড়েছে বহু গাড়ি। তাড়াতাড়ি যানজট ছাড়ানোর চেষ্টা করা হয়।