এক্সপ্লোর
Kedarnath : নয়ানাভিরাম ! মেঘ-কুয়াশায় ঢাকা কেদারনাথ মন্দির, চলছে পুজো, দেখুন ছবি

নয়ানাভিরাম কেদার
1/9

কেদারনাথ মন্দিরের চূড়া ঢেকেছে মেঘে। সেখানে দিনেই নেমেছে সন্ধে।
2/9

অক্ষয় তৃতীয়ার পর থেকেই শিবক্ষেত্রে এখন তীর্থযাত্রীদের ঢল। বরফ ঘেরা পাহাড়ে নেমে এসেছে ঘন কালো মেঘ।
3/9

একদিকে কনকনে ঠাণ্ডা, বৃষ্টি। অন্যদিকে তীর্থযাত্রীদের অদম্য উৎসাহ।
4/9

ভারী বৃষ্টি, চলছে তুষারপাত। মেঘ-কুয়াশায় ঢাকা পড়েছে কেদারনাথ মন্দির।
5/9

রুদ্রপ্রয়াগেও চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই চলছে কেদার দর্শন।
6/9

৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগে চূড়ান্ত প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়ার আগেই শিবলিঙ্গের দর্শন। গুহাজুড়ে তুষারলিঙ্গ।
7/9

বল তুষারপাত ও আবহাওয়ার জন্য প্রতিবছরই ছয় মাস বন্ধ থাকে কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী বা বদ্রিনাথ ধামের দরজা। ওই সময়ে কোনও পুণ্যার্থী সেখানে যেতে পারেন না। প্রবল ঠান্ডায় এবং তুষারপাতে মন্দির ঢাকা পড়ে যায়।
8/9

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ের কোলে ছোট্ট শহর কেদারনাথ৷ ১১ হাজার ৭৫৯ ফুট উঁচু উপত্যকায় রয়েছে কেদারনাথ মন্দির৷
9/9

চারধামের এক ধাম৷ পাশ দিয়ে বয়ে গিয়েছে মন্দাকিনী৷ প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির।
Published at : 17 May 2022 01:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
