এক্সপ্লোর
কবির মুশায়েরা থেকে কুস্তির আখড়া- বাঙালি পরিচালক সেলুলয়েডে তুলে ধরতে চলেছেন উত্তর প্রদেশের ৩ বারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবকে
1/6

আগামী অক্টোবরে ছবিটি হলে রিলিজের পরিকল্পনা করেছিলেন পরিচালক। কিন্তু করোনা আবহে সেটা যদি একান্ত সম্ভব না হয় তবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ ছবি।
2/6

মুলায়মের অনুমতি নেওয়ার জন্য লখনউ গিয়ে সমাজবাদী পার্টির অফিসে লাইন দিয়েছেন পরিচালক। মুলায়ম অসুস্থ ছিলেন। বেশি কথা বলেননি। শুধু উৎসাহ দিয়ে বলেছেন, করো করো। ওঁর ছেলে অখিলেশ সাহায্য করেছেন নানা তথ্য দিয়ে।
Published at :
Tags :
Mulayam Singh Yadavআরও দেখুন






















