এক্সপ্লোর
Shunya Bridge: আকারে ০, তবে ‘শূন্য’ নয় মোটেই, প্রযুক্তি ও ইতিহাসের মেলবন্ধন, আরও ঝকঝকে মায়ানগরী
Mumbai Shunya Bridge: তাক লাকানো নকশা। জড়িয়ে ভারতীয় ঐতিহ্য। নয়া সাজে সেজে উঠছে মুম্বইয়ের আকাশ।
ছবি: MMRDA.
1/10

সমুদ্র, পাহাড়, কয়েক কিলোমিটারের ব্যবধান শুধু। এক শহরে রয়েছে সবকিছুই। চোখ ধাঁধানো নির্মাণও দাঁড়িয়ে দেখতে হয়। মায়ানগরী মুম্বইয়ের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে এবার।
2/10

তবে যে সে নির্মাণ নয়, মায়ানগরীর দিগন্তে এবার শোভা পেতে চলেছে বৃহদাকার একটি ‘শূন্য’। শূন্য অর্থাৎ ০-ই, যা আবিষ্কার করেছিলেন আর্যভট্ট। এই এক শূন্যই মুম্বইয়ের চেহারা পাল্টে দিতে চলেছে।
Published at : 24 Oct 2023 05:16 PM (IST)
আরও দেখুন





















