এক্সপ্লোর
ছবিতে দেখুন-লকডাউন থেকে শুরু করে আনলক-১, কী পেল, পেল না ভারত?
1/8

লকডাউন- পাঁচ অক্ষরের এই ইংরেজি শব্দটা এখন প্রায় সমস্ত ভারতীয়র মনেই দৃঢ় শিকড় চারিয়ে ফেলেছে। লকডাউনের কথা এর আগে অনেকবার শোনা গিয়েছে। কিন্তু তা প্রত্যক্ষভাবে বোঝা গেল গত ২৫ মার্চ থেকে। অতি সংক্রামক করোনাভাইরাসের এ দেশে ছড়িয়ে পড়ার পরই এর প্রয়োজনীয়তা দেখা দিল। তখন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬০০। মারাও গিয়েছিল কয়েকজন আক্রান্ত। করোনার এই সংক্রমণ রুখতেই জারি হয়েছিল লকডাউন। করোনার সংক্রমণে কিছুটা লাগাম পরানো যায়, কিন্তু যতটা প্রত্যাশা ছিল, ততটা আদৌ হয়নি। দেশে একের পর এক চার দফায় লকডাউন হয়। লকডাউন ১ থেকে আনলক ১-র বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আর এই সফরে দেশ পেয়েছে অনেক কিছুই, আবার হারিয়েওছে অনেক কিছু। এই প্রাপ্তি ও হারানোর কিছু লেখাজোখা এই ছবিগুলি....
2/8

২৫ মার্চ ভারতে প্রথবার লকডাউন চালু করা হয়েছিল। এই লকডাউনের মেয়াদ ছিল ১৪ এপ্রিল পর্যন্ত । লোকজন ছিলেন গৃহবন্দি, ট্রেন-বিমান-বাস, মেট্রো চলাচল ছিল বন্ধ। বিভিন্ন বাজার ও মলে তালা পড়েছিল। সংক্রমিত ও সন্দেহজনক এলাকাগুলিতে চলে জীবাণুমুক্তকরণের কাজ।
Published at :
আরও দেখুন






















