এক্সপ্লোর
Charles Sobhraj: জন্মসূত্রে ভারতীয়, অপরাধে হাতেখড়ি কৈশোরেই, সিরিয়াল কিলার প্রেমে পড়েন ৪৪ বছরের ছোট মেয়ের
Serial Killer: খাতায় কলমে ২০টি খুনে নাম জড়িয়েছে। কৈশোরেই হাতেখড়ি অপরাধ জগতে।
চার্লস শোভরাজ।
1/10

অপরাধে হাতেখড়ি কৈশোরেই। ঘটনাবহুল ছোটবেলা, ঝড়-ঝাপটাকে দায়ী করেন অনেকেই। কিন্তু সিরিয়াল কিলার চার্লস শোভরাজ যত না বেশি কুখ্যাত, তার চেয়ে বেশি বিখ্যাত।
2/10

ভারতীয় বাবা এবং ভিয়েতনামী মা কখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি। চার্লসের পিতৃত্বও মানতে চাননি তাঁর বাবা। তার জেরে কার্যত দেশহীন হয়েই ছিলেন চার্লস।
3/10

পরবর্তী কালে তাঁর মায়ের দ্বিতীয় স্বামী তাঁকে সন্তান হিসেবে গ্রহণ করেন। কিন্তু মায়ের নতুন সংসার, পরের সন্তানদের সঙ্গে মানিয়ে নিতে পারেননি চার্লস। কার্যত ভবঘুরে অবস্থাতেই শুরু হয় দিনযাপন।
4/10

কৈশোরেই অপরাধ জগতের সঙ্গে পরিচয় ঘটে চার্লসের। সিঁধ কেটে প্রথম প্য়ারিসের জেলে যান কৈশোরে। আকর্ষক ব্যক্তিত্বকে কাজে লাগিয়েই চার্লস একের পর এক অপরাধ ঘটাতে সফল হন।
5/10

১৯৭৫ সালে পাটায়ায় বিকিনি পরিহিত এক মার্কিন তরুণীর দেহ উদ্ধারে প্রথম চার্লসের খুনি হিসেবে নাম জড়ায়। জানা যায়, খুনের আগে শিকারকে মারধর করতেন চার্লস।
6/10

শ্বাসরোধ করে কষ্ট দিতেন, এমনকি পুড়িয়েও দিতেন। যে সমস্ত পুরুষকে খুন করতেন, তাঁদের পাসপোর্ট হাতিয়ে, ভুয়ো পরিচয়েই পরে এই দেশ, ওই দেশ যেতেন।
7/10

মোট ২১ বছর ভারতের জেলে ছিলেন। ১৯৯৭ সালে ছাড়া পেয়ে ফিরে যান প্যারিস। ২০০৩ সালে নেপালে উদয় হন।
8/10

জেলে থাকাকালীনই বয়সে ৪৪ বছরের ছোট নিহিতা বিশ্বাসকে বিয়ে করেন চার্লস। নিহিতার বাবা চার্লসেরই আইনজীবী। চার্লসের হয়ে আদালতে অনুবাদের কাজ করতেন নিহিতা। ২০১৭ সালে অস্ত্রোপচারের সময় চার্লসকে রক্তও দেন নিহিতা।
9/10

সমাজ-সংসারে শুধুমাত্র খুনি হিসেবে পরিচিত নন চার্লস। আলো-আঁধারির জগতে তাঁর বিচরণ, রঙিন জীবন, ফ্রেঞ্চম্যান ব্যক্তিত্বের জেরে কালক্রমে 'কাল্ট ফিগার' করে তোলে তাঁকে। চার্লসকে নিয়ে একাধিক বই, তথ্যচিত্র তৈরি হয়েছে। চলচ্চিত্রেই জায়গা করে নিয়েছে তাঁর জীবন কাহিনি।
10/10

২০০৩ সাল থেকে নেপালের জেলে বন্দি রয়েছেন। সেখানে দুই মার্কিন পর্যটককে খুনে জেল খাটছেন। কিন্তু বুধবার নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা এবং তিলপ্রসাদ শ্রেষ্ঠর ডিভিশন বেঞ্চ দেশের সরকারকে, চার্লসকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে।
Published at : 22 Dec 2022 12:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























