এক্সপ্লোর
World Environment Day : ৭০০ কিলোমিটার বনাঞ্চলের শপথ, প্রধানমন্ত্রী মোদি নিলেন 'এক পের মা কে নামের' উদ্যোগ
Ek Ped Maa Ke Naam : আজ প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের লক্ষ্য এই পর্বতমালার সঙ্গে যুক্ত অঞ্চলগুলিকে পুনরুজ্জীবিত করা।
PM Modi
1/8

Ek Ped Maa Ke Naam : সবুজ বনাঞ্চল ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিলেন নতুন শপথ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সূচনা করলেন ‘আরাবল্লী গ্রিন ওয়াল’ প্রকল্পের। এই প্রকল্পটি চারটি রাজ্য- গুজরাত, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি জুড়ে বিস্তৃত বৃহত্তম বনভূমিগুলি পুনঃরুদ্ধারের লক্ষ্য়ে কাজ করবে।
2/8

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, তিনি আজ ‘এক পের মা কে নাম’ উদ্যোগের আওতায় রাজধানীর ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি চারা রোপণ করেন। তিনি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের ছবি শেয়ার করে লিখেছেন, “আজ, বিশ্ব পরিবেশ দিবসে আমরা একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে এক পের মা কে নাম উদ্যোগকে শক্তিশালী করেছি। এটি আরাবল্লী পর্বতমালা - আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্প পুনঃবনায়নের আমাদের প্রচেষ্টার একটি অংশ।”
Published at : 05 Jun 2025 11:18 PM (IST)
আরও দেখুন






















