এক্সপ্লোর
লকডাউনের আগেই বিয়ে করব ঠিক করি, মিহিকা বাজাজের সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে বললেন রানা দাগ্গুবাতি

1/8

তাঁরা আশীর্বাদ করেছেন, রানা বলেছেন।
2/8

প্রাক্তন বান্ধবীরা কীভাবে দেখছেন এই সম্পর্ক?
3/8

সোনমের বিয়েতেও যোগ দেন।
4/8

চেলসি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টিরিয়র ডিজাইনে মাস্টার্স করেছেন মিহিকা। সোনম কপূরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক।
5/8

মায়ের সঙ্গে মিহিকা। রানা বলেছেন, মিহিকাকে বিয়ের কথা বলার আগে তিনি গোটা একটা দিন ভেবেছিলেন। মনে হচ্ছিল, বিয়ের জন্য সব থেকে অদ্ভুত সময়টা বেছে নিচ্ছেন তিনি।
6/8

রানা বলেছেন, তাঁর বাবা মা ও বোন মালবিকা প্রথমে তাঁর বিয়ের সিদ্ধান্তের কথা শুনে অবাক হয়ে যান, তারপর তা বদলে যায় খুশিতে।
7/8

রানা বলেছেন, তাঁর কাকা, বিখ্যাত দক্ষিণী নায়ক ভেঙ্কটেশের বড় মেয়ে আশ্রিতার সঙ্গে মিহিকা পড়তেন। সেই সূত্রে তাঁদের দীর্ঘদিনের পরিচয়। তবে বিয়ের সিদ্ধান্ত তাঁরা নেন লকডাউনের আগে।
8/8

গতকাল সকলের সামনে নিজের বান্ধবী মিহিকা বাজাজের পরিচয় করিয়েছেন ‘বল্লালদেব’ রানা দাগ্গুবাতি। হায়দরাবাদের রামানাইডু ফিল্ম স্টুডিওতে তাঁদের রোকা অনুষ্ঠান হয়েছে।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
