নেতিবাচক চিন্তা আজ মন দখল করতে পারে। কারও প্রতি ঈর্ষা-দ্বেষের ভাবনা আসতে পারে। অফিসে বস আপনার ওপর অসন্তুষ্ট হতে পারেন। টিমওয়ার্কে জোর দিন, উপকার হবে। ব্যবসায়ীরা গ্রাহকদের আকৃষ্ট করার পন্থা ভাবুন। চুল উঠতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
2/12
সৃষ্টিহীন চিন্তাভাবনা সাফল্য আনতে পারে। বেশি মুনাফার জন্য বিনিয়োগে ঝুঁকি নেবেন না। কাজকর্মে মনযোগ দিন, গ্রহের স্থিতি মানসিক পরিবর্তন আনতে পারে। ব্যবসায়ীরা ধারে জিনিস দেবেন না। পায়ের ব্যথা নিয়ে উদ্বেগে থাকবেন। বন্ধুদের সঙ্গে অশান্তি এড়িয়ে চলুন।
3/12
পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন, দিনের শেষে আর্থিক পরিস্থিতি পাল্টাবে। লাভের বদলে কাজে ফোকাস করুন। কাজে অবহেলা করবেন না, গ্রহ আপনার বিরোধিতা করবে। অফিসের ডেটা সামলে রাখুন। অফিসের গোপন তথ্য কারও কাছে প্রকাশ করবেন না। ব্যবসায়ে অর্থহানির আশঙ্কা, উদ্বিগ্ন হবেন না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
4/12
ছোট ছোট ব্যাপারে আজ মানসিক উদ্বেগ থাকবে। ধ্যান করুন, শান্তি পাবেন। অফিসের কাজ আগে থেকে পরিকল্পনা করে করুন, যেভাবেই হোক, কাজ শেষ করুন। আলস্য করবেন না, কঠোর পরিশ্রম করুন। ব্যবসায়ীরা ব্যবসা বাড়ানোর চেষ্টা করুন। বুকে সংক্রমণ হতে পারে।
5/12
কাজ যদি আশামত নাও হয়, হার মানবেন না। এখন চেষ্টা করুন, ভবিষ্যতে ফল পাবেন। অফিসের কাজে যেন ভুল না হয়, যাঁরা ইনসেন্টিভ বেসড চাকরি করেন, তাঁরা লাভ করবেন। দীর্ঘ সময় ধরে তেল-ঝাল-মশলা খেলে সতর্ক হোন, পেটের সমস্যা হতে পারে।
6/12
ঈশ্বরের ওপর ভরসা রেখে কাজে ফোকাস করুন। অফিসের কাজ সম্পূর্ণ করতে প্রযুক্তির সাহায্য নিন। ব্যবসা ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা করুন। কাপড় ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। যুবকযুবতীরা কাজকর্মে সাফল্য পাবেন। হাল্কা সহজপাচ্য খাবার খান।
7/12
আজ কাজের ভার কিছু কম হবে। অফিসের কাজ ধৈর্য ধরে শেষ করুন। টিম ওয়ার্ক আজ অত্যন্ত জরুরি। ব্যবসায়ীরা কাজে ফোকাস করুন, নতুন অংশীদারিত্বের কথা ভাবুন। শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে উদ্বেগে থাকবেন। পেটের সমস্যা হতে পারে।
8/12
পুরনো ভুলের জন্য পরিজনদের কাছে ক্ষমা চান। চাকরিজীবীরা মানসিক সঙ্কটে পড়বেন তবে মন শান্ত রেখে কাজ শেষ করুন। ব্যবসায়ীরা গ্রাহকদের চাহিদার খেয়াল রাখুন। শ্বশুরবাড়িতে সমস্যা হতে পারে।
9/12
যিনি আপনাকে গুরুত্ব দেন না, তাঁর কাছে মনের কথা বলবেন না। অফিসের কাজে মন বসবে না, তবে কাজ শেষ করুন। ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন, অন্যথা তাঁরা বিরক্ত হতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় জোর দিন। সুগারের সমস্যা থাকলে শরীরের ওপর নজর দিন।
10/12
আজ কাজের ভার কিছু কম হবে। অফিসের কাজ ধৈর্য ধরে শেষ করুন। টিম ওয়ার্ক আজ অত্যন্ত জরুরি। ব্যবসায়ীরা কাজে ফোকাস করুন, নতুন অংশীদারিত্বের কথা ভাবুন। শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে উদ্বেগে থাকবেন। পেটের সমস্যা হতে পারে।
11/12
আজ খরচ বেশি হতে পারে। কারও কাছ থেকে ঋণ নিলে আজ শোধ দিতে হতে পারে। অফিসের কাজ শেষ করতে বেশি পরিশ্রম করতে হবে। বসের দেওয়া কাজ সময়ে শেষ করুন। ওষুধ ব্যবসায়ে যুক্তদের বেশি লাভ হতে পারে। সাইকেল, বাইক বা গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন, দুর্ঘটনার আশঙ্কা।
12/12
আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট ছোট ব্যাপারে নজর দিন, যাতে হাতে আসা সুযোগ বেরিয়ে না যায়। আপনার ক্রোধের কারণে লোক অসন্তুষ্ট হতে পারে। প্রখর বুদ্ধি দিয়ে অফিসের কাজ শেষ করুন। কাগজপত্র সুরক্ষিত রাখুন। সন্তানের কারণে ভাল খবর আসতে পারে।