এক্সপ্লোর
Ayodhya Airport: স্থাপত্য ও গঠনে রাম মন্দিরের অনুকরণ, কেমন দেখতে অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর? দেখুন ছবিতে
Ayodhya Airport: সরকারের তরফে মনে করা হচ্ছে, এই বিমানবন্দর ওই গোটা এলাকার উন্নয়নে সাহায্য করবে।

ছবি সৌজন্যে-পিটিআই
1/9

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে কাল অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী।
2/9

অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজ সাজ রব।
3/9

এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত মোদির যাত্রাপথের বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন সাধু সন্তরা। করা হবে পুষ্পবৃষ্টি।
4/9

সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরের Phase 1-তৈরি করতে ১৪৫০ কোটি টাকারও বেশি লেগেছে।
5/9

বিমানবন্দরের টার্মিনাল ভবন সাড়ে ছয় হাজার বর্গ মিটার জায়গা জুড়ে রয়েছে। বছরে ১০ লক্ষ যাত্রীকে পরিষেবা দিতে পারবে।
6/9

অযোধ্যার শ্রী রাম মন্দিরের অনুকরণ রয়েছে বিমানবন্দরের স্থাপত্য ও গঠনে। অন্দরসজ্জায় জায়গা পেয়েছে স্থানীয় শিল্প ও চিত্র।
7/9

আধুনিকতার নিরিখে নজর কাড়বে এই বিমানবন্দর। ইনসুলেটেড রুফিং সিস্টেম, LED আলো, বৃষ্টির জল পুনর্ব্যবহারের যাবতীয় পরিকাঠামো রয়েছে এখানে।
8/9

ANI রিপোর্ট অনুযায়ী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, Sewage treatment Plant রয়েছে এই বিমানবন্দরে। ২০২৪ সালের জানুয়ারি থেকেই চালু হতে চলেছে এই বিমানবন্দর।
9/9

বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা ইতিমধ্যেই দিল্লি, মুম্বই ও আহমেদাবাদ থেকে অযোধ্যার বিমানের রুট ইতিমধ্যেই প্রকাশ করেছে কিছু বিমান সংস্থা।
Published at : 29 Dec 2023 07:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
