এক্সপ্লোর
Google Search 2022: চলতি বছরে গুগল ম্যাপে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এই ১০ সাংস্কৃতিক জায়গা
বাকিংহাম প্যালেস বিশ্বব্যাপী ব্রিটিশ রাজার বাড়ি হিসেবে স্বীকৃত
ফাইল ছবি
1/10

বাকিংহাম প্যালেস, লন্ডন : শীর্ষে রয়েছে বাকিংহাম প্যালেস। ২০২২ সালে গুগল ম্যাপে সবচেয়ে বেশি বার সার্চ করা হয়েছে এটি। বাকিংহাম প্যালেস বিশ্বব্যাপী ব্রিটিশ রাজার বাড়ি হিসেবে স্বীকৃত। এটিতে ৭৭৫টি ঘর, ১৯টি রাষ্ট্রীয় কক্ষ, ৫২টি রাজকীয় ও অতিথি শয়নকক্ষ, ১৮৮টি স্টাফ বেডরুম, ৯২টি অফিস এবং ৭৮টি বাথরুম রয়েছে।
2/10

বিগ বেন, লন্ডন : বিগ বেন হল ওয়েস্টমিনস্টারের প্রাসাদের উত্তর প্রান্তে ওয়েস্টমিনস্টারের গ্রেট ক্লকের বিশাল ঘণ্টার ডাকনাম। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ঘড়ি। এলিজাবেথ টাওয়ারটি ৯৬ মিটারের বেশি লম্বা, বেলফ্রির দিকে৩৩৪টি ধাপ এবং শীর্ষে এর্টন লাইটের দিকে ৩৩৯টি ধাপ রয়েছে।
Published at : 11 Dec 2022 08:58 PM (IST)
আরও দেখুন






















