এক্সপ্লোর
Dakshineswar Kali Temple: আজ থেকে খুলল দক্ষিণেশ্বর মন্দির, মানতে হচ্ছে কী কী শর্ত, জেনে নিন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/21978b56eb4d79419ef31972470c3dd1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ থেকে খুলল দক্ষিণেশ্বর মন্দির, জেনে নিন নিয়ম
1/7
![আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/0467716cbd601560e3407a5937885dbd65b75.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে।
2/7
![করোনাকালে সতর্কতা মেনে ইতিমধ্যেই খুলে গিয়েছে কালীঘাট মন্দির। শর্ত মেনে খুলেছে তারকেশ্বর মন্দিরের দরজাও। এবার আরও এক তীর্থক্ষেত্রে ঢুকতে পারছেন ভক্তরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/7befe6eabe949c99320685f8af0bf1df0de60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনাকালে সতর্কতা মেনে ইতিমধ্যেই খুলে গিয়েছে কালীঘাট মন্দির। শর্ত মেনে খুলেছে তারকেশ্বর মন্দিরের দরজাও। এবার আরও এক তীর্থক্ষেত্রে ঢুকতে পারছেন ভক্তরা।
3/7
![আজ, বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/b0e3c9852a4e51c2ba4974196d8941ddc948d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ, বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে।
4/7
![দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/18f86a76bc2ff641bb247a07910f576438ed2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।
5/7
![অন্যদিকে, বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে কোভিডবিধি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/c8597b4d1134c30507af63813c946afdc9f47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে কোভিডবিধি।
6/7
![একমাসের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় খুলেছে কালীঘাট মন্দির। তবে মন্দির খুললেও বিধিনিষেধ কাটছে না এখনই। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। স্বাভাবিক নিয়মে মন্দিরে দুপুরের ভোগ ও সন্ধ্যারতির আয়োজন হলেও, ভক্তরা সেখানে থাকতে পারবেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/20641fb76edbcf68bf7b00effff5e28b5966d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একমাসের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় খুলেছে কালীঘাট মন্দির। তবে মন্দির খুললেও বিধিনিষেধ কাটছে না এখনই। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। স্বাভাবিক নিয়মে মন্দিরে দুপুরের ভোগ ও সন্ধ্যারতির আয়োজন হলেও, ভক্তরা সেখানে থাকতে পারবেন না।
7/7
![তার আগে, চলতি মাসের গোড়ায় খুলেছে হুগলির তারকেশ্বর মন্দিরও। পরে, গত সোমবার থেকে বাড়ানো হয় ভক্ত প্রবেশের সময়সীমাও। ৩ জুন মন্দির খোলার পর ভক্তদের প্রবেশের অনুমতি ছিল, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত। মন্দির সূত্রে খবর, এখন থেকে ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে সময়সীমা বাড়লেও, গর্ভগৃহে ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে এখনও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/28caf93881b6970f5ea4bcf1a388d1187d55c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তার আগে, চলতি মাসের গোড়ায় খুলেছে হুগলির তারকেশ্বর মন্দিরও। পরে, গত সোমবার থেকে বাড়ানো হয় ভক্ত প্রবেশের সময়সীমাও। ৩ জুন মন্দির খোলার পর ভক্তদের প্রবেশের অনুমতি ছিল, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত। মন্দির সূত্রে খবর, এখন থেকে ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে সময়সীমা বাড়লেও, গর্ভগৃহে ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে এখনও।
Published at : 24 Jun 2021 11:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)