এক্সপ্লোর
Vietnam Dolche Hotel: থালাবাসন, দরজা, সুইমিং পুল, সোনায় মোড়া সবকিছুই, এশিয়াতেই রয়েছে এই হোটেল
Golden Hotel of Vietnam: হোটেল এমনও হয়? না দেখলে হবে না বিশ্বাস। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
1/10

ঐশ্বর্য, বৈভবের সঙ্গে খামখেয়ালিপনাও মাথাচাড়া দেয়। যে কারণে কেউ বাড়ির শৌচাগারই মুড়ে দেন সোনায়। সোনা-রুপোর থালা-বাসন ছাড়া খাবার মুখে ওঠে না কারও কারও। কিন্তু সোনায় মোড়া আস্ত হোটেলের কথা শুনেছেন কি? ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
2/10

আশ্চর্য ঠেকলেও ভিয়েতনামে এমনই একটি হোটেল রয়েছে, যা ২৪ ক্যারাট সোনার পাতে মোড়া। ভিয়েতনামের হ্যানয়-তে, সবুজে ঘেরা হ্রদের ধারে The Dolce নামের বিলাসবহুল হোটেলটি অবস্থিত। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
3/10

শুধুমাত্র হোটেলের বাইরের অংশ নয়, ভিতরের দরজা, দেওয়াল, এমনকি অন্দরসজ্জার সামগ্রীতেও সোনার পাত বসানো রয়েছে। সেই সোনার পাত বসানো সামগ্রীর উপর আলো পড়ে তা ঝকঝকে মার্বেলের মেঝেতেও প্রতিফলিত হয়। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
4/10

ওই হোটেলে ৩৪২টি ঘর রয়েছে। শৌচাগারে বসানো বাথটব পর্যন্ত সোনার পাতে মোড়া। তবে সোনায় মোড়া হোটেল বলেই আকাশছোঁয়া ভাড়া নয়। বরং সাধ্যের মধ্যেই খরচ। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
5/10

হোটেলের ছাদে ইনফিনিটি পুল রয়েছে। সেখানে সাঁতার কেটে সূর্যাস্ত দেখেন অনেকেই। ওই সুইমিং পুলের টাইলসে পর্যন্ত ২৪ ক্যারাট সোনার পাত বসানো রয়েছে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
6/10

ক্যান্টনিজের পাশাপাশি ফ্রেঞ্চ খাবারেরও সমাহার রয়েছে ওই হোটেলে। অতিথিদের খাবার পরিবেশনও করা হয় সোনায় মোড়া থালা-বাসনে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
7/10

হোটেলের ঘরগুলিতেও আভিজাত্যের ছোঁয়া রয়েছে। যথেষ্ট বড় ঘরগুলি। ছাদ থেকে দেওয়াল, সোনার পাত বসানো রয়েছে প্রত্যেকটি ঘরেই। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
8/10

হোটেলের শৌচাগার হার মানায় রাজপ্রাসাদকেও। সোনার পাত বসানো বাথটব, আয়নার চারিদিকেও বসানো রয়েছে সোনার পাত। স্টিম বাথের জন্য পৃথক জায়গা রয়েছে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
9/10

ভিয়েতনামের এই The Dolce হোটেলটি পাঁচতারা। সবমিলিয়ে হোটেলটি তৈরি করতে প্রায় ২০ কোটি ডলার খরচ হয়েছে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
10/10

ঘরের দেওয়ালে সোনার পাত বসানো বাড়াবাড়ি, অযথা খরচ বলে যদিও মত অনেকেরই, কিন্তু সোনায় মোড়া হোটেলে কয়েক রাত কাটানোর হাতছানি উপেক্ষা করতে পারেন না অনেকেই। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
Published at : 21 Apr 2024 12:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























