একাকীত্বকেও জীবনে চলার পথে এক অঙ্গ হিসেবেই ধরেন শাহরুথ। তাঁর মতে, এক-একটা সময় এসে পড়ে যখন মনে হয় তুমি ভীষণ একা। কিন্তু মনে রাখতে হবে সৃষ্টিশীলতাও সেই সময়েই এসে দাঁড়ায় বন্ধুর মতো।
2/8
আবার, লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়ে হাস্যরসের ছলেই বলিউড কিং বলেছিলেন, ‘ধনী হওয়ার আগে যেন দার্শনিক হতে যেওনা।’
3/8
পারফেক্ট লাইফ বলে কিছু হয় না বলেই মনে করেন এসআরকে। তাঁর মতে, ভগবান তো আর ইউটোপিয়ান অ্যাড ফিল্ম বানিয়ে আপনাকে মেঘের গায়ে স্ক্রিনিং করে দেখাচ্ছেন না যে এই হল আদর্শ জীবন!তাই জীবনে কিছু ভুল-চুক থাকবেই। সে সব নিয়েই জীবন!
4/8
সিনেমা সম্পর্কে শাহরুখের মত, ব্যবসার উপর ফোকাস করতে গিয়ে ছায়াময় ছদ্মবেশের জগৎ থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছে সিনেমা। সিনেমার সঙ্গে ব্যবসার সংখ্যা জুড়ে ফেললে ব্যাপারটা অনেকটা সীমাবদ্ধ হয়ে যায়। তাছাড়া বাস্তবের থেকে পালানোর জন্যই সিনেমা। রোজ আপনি যা কিছু করেন, সে সবের থেকে দূরে চলে যাওয়ার একটা পথই হল সিনেমা।
5/8
নিজের কার্যক্ষমতা সম্পর্কেও অন্য রকম মন্তব্য অতীতে করেছেন শাহরুখ। বলেছেন, আমি হলাম ইঞ্জিন ছাড়া রোলস রয়েস গাড়ি। নামেই অনেকটা কাজ হয়ে যায়।
6/8
সচেতনতা সম্পর্কে শাহরুখের মত, বিভিন্ন বিষয় সম্পর্কে উদাসীন হয়ে থাকতেই পারো, সেটাই সহজ ব্যাপার, কিন্তু কোনও কিছু সম্পর্ককে সচেতন থাকা সবসময়েই কঠিন। এটা অস্বীকার করা যায় না।
7/8
ডাউনফল সম্পর্কে শাহরুখ বলছেন, একটা জিনিস আমি নিজের ছেলে-মেয়েদের শেখাই, এবং অন্যদেরও বলতে চাই, জীবনে চলার পথে সবসময়ে মনে রাখতে হবে যে পড়ে যাওয়াটাও পখচলারই একটা অঙ্গ। তাই ডাউনফল নিয়ে দুশ্চিন্তা করলে চলবে না।
8/8
আজ শাহরুখ খানের জন্মদিন। ৫৫ বছর পূর্ণ হল তাঁর। এই সময়ে দাঁড়িয়ে তাঁর বিভিন্ন সময়ে, বিভিন্ন বিষয়ের উপরে রাখা মতামতগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।