ডিজাইনার অভিষেক রায়ের তৈরি করা পোশাকেই সে দিন সাজবেন নব দম্পতি।
2/6
ছবি সৌজন্যে: সাহেব শান্তনু
3/6
কিছুদিন আগেই পরিবারের সবার সঙ্গে ব্যাচেলর পার্টি করেছিলেন ইমন। অনুরাগীদের মন কেড়েছিল সেই ছবিও। আজ ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদলে ফেলেন ইমন। বিয়ের ছবির ক্যাপশানে লেখেন, মিসেস নীলাঞ্জন ঘোষ।
4/6
আইবুড়ো ভাত থেকে শপিং, সবকিছুতেই পাশাপাশি দেখা গেল ইমন-নীলাঞ্জনকে। বিয়ের দিন একেবারে সনাতনী সাজেই সাজবেন তাঁরা।
আজ শুধু মালা বদল আর রেজিস্ট্রি হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে। আগামী ২ ফেব্রুয়ারি অবশ্য রয়েছে গ্র্যান্ড রিসেপশান। তারকা সমাবেশ হবে সেখানেই।