এক্সপ্লোর
Puja Banerjee Baby Pic: একরত্তির নাম কৃশব, প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পূজা
1/5

একরত্তির নাম কৃশব। মায়ের কোলে দিব্যি খোশমেজাজেই রয়েছে সে। আর আদুরে অভিব্যক্তিতে ক্যামেরায় তাকিয়ে পূজা বন্দ্যোপাধ্যায়। বলিউড ও টলিউডের নতুন মা।
2/5

প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রকাশ্যে আনবেন না ছেলের ছবি। কিন্তু অবশেষে সিদ্ধান্ত বদলাতেই হল। অভিনেত্রীর মতে, অন্য কেউ ছেলের ছবি দেওয়ার আগে তাঁর নিজের সেই ছবি প্রকাশ করে দেওয়াই শ্রেয় বলে মনে হয়েছে।
Published at :
আরও দেখুন






















