হোমফটো গ্যালারিপুজো পরবআজ শ্রাবণের প্রথম সোমবার, তৈরি হচ্ছে শিব ও রবি যোগ, দুর্ভাগ্যের আঁধার কাটবে এই উপায়ে
আজ শ্রাবণের প্রথম সোমবার, তৈরি হচ্ছে শিব ও রবি যোগ, দুর্ভাগ্যের আঁধার কাটবে এই উপায়ে
By : ABP Ananda | Updated at : 24 Jul 2023 01:46 PM (IST)
সোমবার তৈরি হচ্ছে শিব ও রবি যোগ,
1/10
বাংলা পঞ্জিকা মতে আজ শ্রাবন মাসের প্রথম সোমবার। বিভিন্ন শিবক্ষেত্রে জল নিবেদন করতে লক্ষাধিক ভক্তের ভিড়। আজকের দিনটিতে তৈরি হচ্ছে দুই বিশেষ যোগ।
2/10
মহাদেব ভক্তের পুজোয় সহজেই সন্তুষ্ট হন। তাঁর পুজোয় বেলপাতা আর শুদ্ধ জলই যথেষ্ট। এমনটা মনে করেন অনেকেই। সোমবার তৈরি হচ্ছে শিবযোগ ও রবিযোগ। যা শিবভক্তদের জন্য বিশেষ তাৎপর্যবহ।
3/10
অনেকেই হিন্দু ক্যালেন্ডার অনুসারে শাওন উদযাপন করেন। সেই অনুসারে আজ আবার শাওনের মাসের তৃতীয় সোমবার। আজই রবি ও শিব যোগ তৈরি হচ্ছে । এটি একটি অত্যন্ত শুভ সময় । এই সময়ে পুজো করলে সৌভাগ্য দরজায় কড়া নাড়ে।
4/10
জ্যোতিষশাস্ত্র মতে, রবি যোগে উপাসনা করলে জীবনের বাধা দূর হয়। শিব আরাধনায় শুভ ফল মেলে। সোমবার শিবলিঙ্গে বেলপাতা, ধুতুরা, দুধ ও জল অর্পণ করলে সুফল মেলে বলে বিশ্বাস।
5/10
অন্যদিকে আজ তৈরি হচ্ছে শিব যোগ। এই সময়ে পুজো করা খুবই উপকারী বলে মনে করা হয়। কোউ বাড়িতে এই যোগে পুজো করলে ইতিবাচক বার্তা আসে। নেতিবাচক শক্তি দূর হয়।
6/10
জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ নক্ষত্রের এই পরিবর্তনের ফলে অনেক রাশির জাতকরা উপকৃত হবেন। বৃষ রাশির জাতক-জাতিকারা এই পরিবর্তনের দ্বারা উপকৃত হবেন। আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে।
7/10
কর্কট রাশিদের জন্যও এই যোগ বিশেষ উপকারী । কেউ যদি কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন, তবে তার থেকে যথাযথ সুবিধা পাবেন। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদেরও ভাগ্য পুরোপুরি সহায় হবে।
8/10
সোমবার সকালে স্নান সেরে পুজো করা আবশ্যক। বেলপাতার ব্যবহার করতেই হবে। জল, দুধ, দই দিয়ে রুদ্রাভিষেক করতে পারেন। সোমবার শিবকে নৈবেদ্য সাজিয়ে দিন ঘি ও চিনি দিয়ে। শিবপুজোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা আবশ্যক।
9/10
বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ ও শুদ্ধ হয়। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
10/10
দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com কোনো ধরনের স্বীকৃতি, তথ্য নিশ্চিত করে না।