এক্সপ্লোর
Durga Puja 2025 : দেবীর কীসে আগমন,গমন কীসে, ঠিক হয় কীভাবে, আছে মজার হিসেব
পঞ্জিকা বলছে, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন হবে গজে এবং গমন হবে দোলায় । গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক।
দেবীর কীসে আগমন,গমন কীসে
1/8

পঞ্জিকা খুলে দুর্গাপুজোর তারিখ খোঁজার পাশাপাশি সকলেই দেখতেচান, এই বছর দেবীর কীসে আগমন, কীসে গমন। মানুষের বিশ্বাস, দেবীর আগমন ও গমনের সঙ্গে যুক্ত রয়েছে মনুষ্য জাতির ভবিষ্যৎ।
2/8

পঞ্জিকা বলছে, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন হবে গজে এবং গমন হবে দোলায় । গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলার প্রতীক, অন্যদিকে দোলায় গমন বা প্রস্থান মহামারী বা মড়কের আশঙ্কা নির্দেশ করে।
Published at : 04 Sep 2025 10:25 AM (IST)
আরও দেখুন






















