এক্সপ্লোর
Diwali 2025 : রাবণরাজার দেশে দীপাবলি অনেকটাই আলাদা! আলোক আনন্দের মাঝেও এখানেই ব্যতিক্রমী শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার দীপাবলি ভারতের ঐতিহ্যের সঙ্গে যুক্ত, কিন্তু এর নিজস্বতা আছে। এখানে প্রদীপ শুধু ঘর নয়, হৃদয়ও আলোকিত করে। কিভাবে উদযাপন হয়, আসুন জানি।
আলোক আনন্দের মাঝেও এখানেই ব্যতিক্রমী শ্রীলঙ্কা
1/8

শ্রীলঙ্কা একটি বহু-ধর্মীয় দেশ, এখানে বৌদ্ধ, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সবাই বাস করে। এদের মধ্যে তামিল হিন্দু সম্প্রদায় দীপাবলি উৎসব খুব উৎসাহের সঙ্গে পালন করে। শ্রীলঙ্কায় এই উৎসবটিকে মন্দকে পরাস্ত করে ভালর বিজয়ের প্রতীক হিসাবে দেখা হয়, তবে এখানে রাম ও রাবণের কাহিনির সরাসরি উল্লেখ করা হয় না।
2/8

কারণটা পরিষ্কার । লঙ্কারাজ রাবণকে এখনও শ্রীলঙ্কায় একজন পণ্ডিত এবং শক্তিশালী রাজা হিসেবেই সম্মান করা হয়। এখানে দীপাবলিকে আলোর উৎসব বা লাম ক্রিয়ং বলা হয়। এর প্রস্তুতি কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয়।
Published at : 17 Oct 2025 02:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement





















