এক্সপ্লোর
Mars Day Video:ভোর থেকে গোধূলি পর্যন্ত কেমন ভাবে কাটে মঙ্গলগ্রহের দিন, ধরা পড়ল ছবি
Science:মঙ্গলের দিনরাত্রি কেমন কাটে, সেই ছবি নিজের Hazcam-এ ধরে রেখেছিল নাসার রোভার Curiosity।
ভোর থেকে গোধূলি পর্যন্ত কেমন ভাবে কাটে মঙ্গলগ্রহের দিন, ধরা পড়ল ছবি
1/8

সূর্য, পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে থাকায় গত নভেম্বরের সপ্তাহদুয়েক বাকি কাজকর্ম বন্ধ রেখেছিল নাসার রোভার Curiosity। তবে সেই সময়টা, মঙ্গলের (Mars Dawn To Dusk Video) দিনরাত্রি কেমন কাটে, সেই ছবি নিজের Hazcam-এ ধরে রেখেছিল সে। এবার সেই ছবিগুলিই ভিডিও আকারে প্রকাশ্যে আনলেন বিজ্ঞানীরা। (ছবি:Curiosity Rover X Handle)
2/8

ভোর থেকে সন্ধে পর্যন্ত, মঙ্গলের মাটিতে একটা গোটা দিন কেমন লাগে দেখতে, ধরা পড়েছে সেই ভিডিওয়। পৃথিবী ও মঙ্গলের মাঝামাঝি সূর্যের এই অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, 'মাস সোলার কনজাংশন'। এই সময়টা সাধারণ ভাবে রোভারের 'ছুটি'। (ছবি:Curiosity Rover X Handle)
Published at : 01 Jan 2024 02:50 PM (IST)
আরও দেখুন






















