বেশ কয়েক ফুট লম্বা ওই পাইথনটিকে খুট্টিমারির জঙ্গলে ছাড়া হবে বলে বন দফতর সূত্রে খবর।
2/6
3/6
জাল কেটে সাপটিকে উদ্ধার করা হয়।
4/6
বৃহস্পতিবার সকালে বিষয়টি গ্রামবাসীদের চোখে পড়ে। তাঁরা খবর দেন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনকে। ওই সংগঠনের মাধ্যমে খবর পায় জেলার বন দফতর।