এক্সপ্লোর
জানেন, কোন ছবি দিয়ে কামব্যাক করবেন শাহরুখ?
1/7

এরপর 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে দেখা গিয়েছে এই জুটিকে। প্রতিবারই দর্শকের মন জিতে নেয় এই জুটি।
2/7

২০১৮য় আনন্দ এল. রায় পরিচালিত 'জিরো' ছবিতে দেখা গেছিল শাহরুখকে। তারপর থেকেই অনুরাগীদের প্রশ্ন কেন ছবি করছেন না তিনি? কবে পর্দায় ফিরছেন 'বলিউড বাদশা'?
3/7

সূত্রের খবর, 'ওয়ার' ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত একটি অ্যাকশন ড্রামায় কাজ করবেন শাহরুখ। ছবিটির প্রযোজনায় যশরাজ ফিল্মস।
4/7

শোনা যাচ্ছে, শাহরুখের পরবর্তী ছবি হতে চলেছে যশরাজ ব্যানারে। ২৭ সেপ্টেম্বর যশ চোপড়ার জন্মদিনেই ছবির ঘোষণা করা হবে। ছবিতে কিং খানের বিপরীতে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, খবর এমনটাই।
5/7

ট্যুইটারে এই নিয়ে প্রশ্নও করা হয় তাঁকে। শাহরুখও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফ্যানকে জবাব দেন, আপনি আমার জন্য প্রার্থনা করবেন!
6/7

তারপরেই শোনা যায়, শাহরুখ ছবি করতে চলেছেন রাজকুমার হিরানির সঙ্গে। বেশ কিছুদূর কথাবার্তাও গড়ায়। কিন্তু ছবির শ্যুটিংয়ের বড় একটা অংশ হবে কানাডায়। কিন্তু করোনা আবহে বিদেশে শ্যুটিং করা এখন সম্ভব নয়। তাই নতুন করে শিড্যুল তৈরি করতে হবে হিরানিকে। তাই আপাতত পিছিয়ে যাচ্ছে শাহরুখের এই ছবি।
7/7

এর আগে শাহরুখ-দীপিকার 'ওম শান্তি ওম' বক্সঅফিসে ঝড় তোলে। এটি ছিল দীপিকার প্রথম ছবি।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























