এক্সপ্লোর
Sovan Baisakhi Rally Photos: লাল শাড়ি, মাথায় ঘোমটা, মুখে 'ভারত মাতা কী জয়' প্রজাতন্ত্র দিবসে বিজেপির মিছিলে শোভনের পাশেই বৈশাখী
1/6

বিজেপির রোড শো-তে তারস্বরে বাজছিল ডিজে! ওই একই সময় বেলেঘাটার একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিসের সামনে গান বাজানো হচ্ছিল। এই নিয়ে শাসকদলকে আক্রমণ করেন শোভন-বৈশাখী। বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘তৃণমূল প্রোগ্রাম চুরির চেষ্টা করেছিল, ওরা এখনও পাকা চোর হয়ে উঠতে পারেনি।’’
2/6

শোভন-বৈশাখীর পদযাত্রাকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। গত লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলাফলের নিরিখে, কলকাতার ১১টি আসনের মধ্যে, তৃণমূল ৮টি ও বিজেপি ৩-টিতে এগিয়ে। এর মধ্যে জোড়াসাঁকো বাদ দিলে, রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও শশী পাঁজার কেন্দ্র রাসবিহারী ও শ্যামপুকুরে এগিয়ে বিজেপি।
Published at :
আরও দেখুন






















