এক্সপ্লোর
Asia Cup 2022: বাবর, রোহিত তো আছেনই, আর কারা হতে পারেন এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক?
Asia Cup: কাল থেকে বসছে এশিয়া কাপের আসর। এই বারের এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক কোন ব্যাটাররা হতে পারেন? দেখে নেওয়া যাক।

কে হতে পারেন এবারের এশিয়া কাপের সর্বোচ্চ স্কোরার?
1/10

আইসিসির বিচারে বর্তমানে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার বাবর আজম। তিনি এই তালিকায় না থাকলেই বরং তা বিস্ময়ের হত।
2/10

বাবরের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না এবং তাঁর রানের খিদেও অপরিশীম। তিনিই সম্ভবত এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সবচেয়ে বড় দাবিদার।
3/10

বহুদিন পর চোট সারিয়ে সদ্য জাতীয় দলে ফেরা কেএল রাহুল এখন ফর্মে নেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন তিনি।
4/10

তবে আইপিএল প্রমাণ দিয়েছে, ইনফর্ম রাহুল যে কোনও টুর্নামেন্টের সর্বাধিক রানস্কোরার হওয়ায় সেরা দাবিদারদের একজন। তাই এই তালিকায় তাঁকে রাখতেই হবে।
5/10

শ্রীলঙ্কার নবপ্রজন্মের উদীয়মান তারকা পাথুম নিসঙ্কা গত বিশ্বকাপে বেশ নজর কেড়েছিলেন।
6/10

সেই একই জায়াগায় আমিরশাহিতে খেলা হচ্ছে এ বারের এশিয়া কাপ। বড় বড় তারকাদের কুপোকাত করে আইসিসিক ক্রমতালিকায় নয় নম্বর টি-টোয়েন্টি ব্যাটার নিসঙ্কা সর্বোচ্চ রানসংগ্রাহক হতেই পারেন।
7/10

১৫০-র অধিক স্ট্রাইক রেটে ব্যাট করা জাজাই যে কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন।
8/10

তাঁর ব্যাটিং দক্ষতার জন্যই বিশ্বের বিভিন্ন লিগে খেলার ডাক পান জাজাই। সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে কিন্তু তিনি অবশ্যই থাকবেন।
9/10

ব্যাট হাতে বেশ ভালই ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ভারতের এই এশিয়া কাপে ভাল করার জন্য অধিনায়কের ব্যাট চলাটা খুবই গুরুত্বপূর্ণ।
10/10

রোহিত সাধারণত সেট হয়ে গেলে বড় রানেরই ইনিংস খেলার জন্য প্রসিদ্ধ। তাই ইনফর্ম ভারতীয় অধিনায়ককে এই তালিকা থেকে কোনওভাবেই বাদ দেওয়া সম্ভব নয়।
Published at : 26 Aug 2022 03:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
