এক্সপ্লোর
Kapil Dev Birthday: দেওয়ালে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি, চোখ ধাঁধানো ডাইনিং টেবিল! এক ঝলকে কপিল দেবের বাড়ি
Kapil Dev Bungalow: ৬৬ বছর পূর্ণ করলেন কিংবদন্তি কপিল। যাঁর বলের গতির জন্য ক্রিকেটবিশ্বে পরিচিত ছিলেন হরিয়ানা হ্যারিকেন নামে।

জন্মদিনে কপিলের বাংলো বাড়িতে এক ঝলক। - কপিলের ইনস্টাগ্রাম
1/10

৬ জানুয়ারি প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর কাছে বিশেষ এক দিন। কারণ, এদিন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিবায়ক কপিল দেবের জন্মদিন।
2/10

৬৬ বছর পূর্ণ করলেন কিংবদন্তি কপিল। যাঁর বলের গতির জন্য ক্রিকেটবিশ্বে পরিচিত ছিলেন হরিয়ানা হ্যারিকেন নামে।
3/10

কপিলের কেরিয়ারের মতো তাঁর বাড়িও ঈর্ষণীয়। একদিকে বিলাসিতা, অন্যদিকে আভিজাত্যের মিশেল ঘটেছে কপিলের বাসভবনে।
4/10

দক্ষিণ দিল্লির সুন্দর নগরে রয়েছে কপিলের বাংলো। শোনা যায়, কপিলের বিলাসবহুল বাংলোর দাম ৮০ কোটি টাকা।
5/10

দক্ষিণ দিল্লির যে বাংলোটিতে এখন কপিল থাকেন, তা আসলে তাঁর স্ত্রী রোমির ঠাকুর্দার সম্পত্তি। বাংলোর একতলায় আগে ছিল হিন্দুস্তান পেট্রোলিয়ামের কার্যালয়।
6/10

বাংলোর লিভিং এরিয়ায় রয়েছে সূক্ষ কাজকর্মের সম্ভার। মাঝখানে রয়েছে কম উচ্চতার সেন্টার টেবিল। ডানদিক থেকে উঠে যাওয়া সিঁড়ি বেয়ে পৌঁছে যাওয়া যায় দ্বিতলে।
7/10

সিঁড়ির নীচে রয়েছে সুসজ্জিত বার কাউন্টার। সেখানে থরে থরে সাজানো বহুমূল্য পানীয়।
8/10

কপিলের বাংলোর বসার ঘরে দেওয়াল জোড়া বিভিন্ন ছবি। যার মধ্যে রয়েছে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবিও।
9/10

ডাইনিং এরিয়ার সবচেয়ে বড় বিস্ময় ডাইনিং টেবিল। যে টেবিলটি এতই বড় যে, গোটা একটা ক্রিকেট দল বসে খাওয়াদাওয়া করতে পারবে।
10/10

বাংলোর সঙ্গে রয়েছে বিশাল বাগান, সবুজ লন। সেখানে মাঝেমধ্যেই পার্টি দেন কপিল। এছাড়া দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস অঞ্চলে আরও একটি বাড়ি আছে কপিলের। ছবি - কপিল দেবের ইনস্টাগ্রাম
Published at : 06 Jan 2025 08:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
