এক্সপ্লোর
Shikhar Dhawan: শিখরের স্বপ্নের একাদশে দুই ভারতীয়, ঠাঁই হল না পাক তারকার
Shikhar Dhawan Dream XI: নিজের সেরা একাদশ বাছাইয়ের পাশাপাশি তাঁর মতে বর্তমান বিশ্বের সেরা ব্যাটারের নামও জানিয়ে দিলেন শিখর।
![Shikhar Dhawan Dream XI: নিজের সেরা একাদশ বাছাইয়ের পাশাপাশি তাঁর মতে বর্তমান বিশ্বের সেরা ব্যাটারের নামও জানিয়ে দিলেন শিখর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/3aa7932ca5e7c6194b56be14cd5a87881692655417970507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্বপ্নের একাদশে কাকে কাকে রাখলেন শিখর? (ছবি: পিটিআই)
1/8
![নিজের স্বপ্নের একাদশ বাছতে বসে পাঁচ তারকা ক্রিকেটারের নাম জানান শিখর ধবন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/7eb715dcabac60f1b034cb389613054f69bb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের স্বপ্নের একাদশ বাছতে বসে পাঁচ তারকা ক্রিকেটারের নাম জানান শিখর ধবন।
2/8
![তাঁর পছন্দের তালিকায় দুই ভারতীয় তারকার পাশাপাশি রয়েছেন অজি, প্রোটিয়া তারকারাও। তবে বাদ পড়লেন এক পাকিস্তানি তারকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/0d690eeabeebf42cfe42f89f77b0398b42ec2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর পছন্দের তালিকায় দুই ভারতীয় তারকার পাশাপাশি রয়েছেন অজি, প্রোটিয়া তারকারাও। তবে বাদ পড়লেন এক পাকিস্তানি তারকা।
3/8
![নিজের স্বপ্নের দলে বিরাট কোহলি ও রোহিত শর্মা, উভয়কেই রাখেন শিখর। বিরাটকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটারও বলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/768ec76dd3d2bbf6206f7583a38f17bf15e28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের স্বপ্নের দলে বিরাট কোহলি ও রোহিত শর্মা, উভয়কেই রাখেন শিখর। বিরাটকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটারও বলেন তিনি।
4/8
![কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, 'সবার প্রথমে অবশ্যই আমি বিরাটকে বাছব। ও বিশ্বের সেরা ব্যাটার এবং বহুদিন ধরেই পাগলের মতো রান করেই চলেছে। রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ়, ও প্রচুর রান করেছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/e22786faa8f827a1a7ed31584d982a1ba4ab1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, 'সবার প্রথমে অবশ্যই আমি বিরাটকে বাছব। ও বিশ্বের সেরা ব্যাটার এবং বহুদিন ধরেই পাগলের মতো রান করেই চলেছে। রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ়, ও প্রচুর রান করেছে।'
5/8
![এই দুই ভারতীয় তারকার পাশাপাশি তিনি নিজের স্বপ্নের দলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের মহাতারকা ক্রিকেটার রশিদ খানকেও সামিল করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/e49dc07839d26c29941ee5c7b5a44768fd041.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই দুই ভারতীয় তারকার পাশাপাশি তিনি নিজের স্বপ্নের দলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের মহাতারকা ক্রিকেটার রশিদ খানকেও সামিল করেছেন।
6/8
![শিখরের দাবি ভারতের মাটিতে এবারের বিশ্বকাপেও রশিদ খান দুরন্ত বোলিং করে সকলকে বেগ দিতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/0dc88cfe93448a475a64c146dfb2f73bbfcd9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শিখরের দাবি ভারতের মাটিতে এবারের বিশ্বকাপেও রশিদ খান দুরন্ত বোলিং করে সকলকে বেগ দিতে পারেন।
7/8
![তবে পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদিকে দলে রাখেননি শিখর। তাঁর এই সিদ্ধান্তের কারণও বিস্তারে জানান তারকা ক্রিকেটার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/bbbecd6e2a3db282499359db70cafcc1482c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদিকে দলে রাখেননি শিখর। তাঁর এই সিদ্ধান্তের কারণও বিস্তারে জানান তারকা ক্রিকেটার।
8/8
![তিনি বলেন, 'শাহিন আফ্রিদিকে আমি দলে রাখছি না, কারণ সেক্ষেত্রে দলে দুইজনই বাঁ হাতি ফাস্ট বোলার হয়ে যাবে। তাই আমি রাবাদাকে দলে নেব। রাবাদার বলে বাড়তি গতি আছে এবং ও বেশ ভাল বাউন্সও পায়।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/83e50e926e92ce6fe58e9f8fbde3207e85d68.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি বলেন, 'শাহিন আফ্রিদিকে আমি দলে রাখছি না, কারণ সেক্ষেত্রে দলে দুইজনই বাঁ হাতি ফাস্ট বোলার হয়ে যাবে। তাই আমি রাবাদাকে দলে নেব। রাবাদার বলে বাড়তি গতি আছে এবং ও বেশ ভাল বাউন্সও পায়।'
Published at : 22 Aug 2023 03:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)