এক্সপ্লোর
Shikhar Dhawan: অতীত হতাশা পিছনে ফেলে নতুন সম্পর্কে জড়িয়েছেন ধবন? কী বলছেন শিখর?
Shikhar Dhawan relationship: ২০২৩ সালের অক্টোবরে আয়েষা ও শিখরের বিবাহবিচ্ছেদ ঘটেছে।
শিখরের সম্পর্ক নিয়ে জোর জল্পনা (ছবি: শিখরের ইনস্টাগ্রাম)
1/10

ব্যাট হাতে ২২ গজে নিজের দাপুটে ব্যাটিংয়ের জন্য যেমন তাঁর পরিচয়, ঠিক তেমনই মজাদার চরিত্রের জন্য সমর্থকদের অত্যন্ত পছন্দের মানুষ শিখর ধবন।
2/10

নিজের ভিন্ন ধরনের স্টাইল স্টেটমেন্ট এবং চতুর মজাদার স্বভাবের জন্য বিখ্যাত সদ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবনও বর্তমানে চর্চার কেন্দ্রে।
3/10

আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে অতীতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও, ২০২৩ সালের অক্টোবরেই শিখর ও আয়েষার বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে খাতায় কলমে তিনি সিঙ্গেল।
4/10

তবে সম্প্রতি শিখর ধবন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে ভারতের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে এক রহস্যময় মহিলার পাশে বসে ম্যাচ দেখতে দেখা যায়।
5/10

খানিক খোঁজাখুজির পর সেই মহিলার নাম জানা যায়। তাঁর নাম সোফি সাইন। তিনি আইরিশ।
6/10

সোফির সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাটলেই দেখা যায় তিনি সত্যিই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন।
7/10

শুধু তাই নয়, গত বছরের আইপিএলে পাঞ্জাবের কিংসের জার্সি গায়েও মাঠে উপস্থিত ছিলেন।
8/10

আর গত বছর পাঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্বে ছিলেন স্বয়ং শিখর ধবন। এই বিষয়গুলি দুইজনের মধ্যে সম্পর্কের গুঞ্জন আরও বাড়ায়।
9/10

ধবন অবশ্য এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, তিনি গোটাটা অস্বীকারও করেননি। বরং চতুরতার সঙ্গে বিষয়টা এড়িয়ে যান।
10/10

তবে তিনি যে এখনই বিবাহ করছেন না, তা আকারে ইঙ্গিতে নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দেন শিখর।
Published at : 29 Mar 2025 10:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























