এক্সপ্লোর
ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে সর্বাধিক গড়ে রান করেছেন কারা?
CWC 2023: সর্বাধিক গড়ে রান করা প্রথম দশ ব্যাটারের মধ্যে দুইজন ভারতীয়ও রয়েছেন।

বিশ্বকাপে সর্বাধিক গড়ে রান করেছেন কারা? (ছবি: পিটিআই)
1/10

কেএল রাহুল কিন্তু ভারতীয় মিডল অর্ডারের বড় ভরসা। তাঁর ৬১.২৫ গড়ে ২৪৫ রান তাঁকে এই তালিকায় দশম স্থানে রেখেছে।
2/10

আফগানিস্তানের সাফল্যের অন্যতম বড় কারণ তাঁদের দলের অধিনায়র হাশমাতুল্লা শাহিদি। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও তিনি মন্দ পারফর্ম করেননি। আফগান অধিনায়কের ব্যাটিং গড় ৬১.৬০।
3/10

চলতি বিশ্বকাপে আগুনে ফর্মে থাকা কুইন্টন ডি'কক এই তালিকায় আটে। তিনি ইতিমধ্যেই আট ইনিংসে ৬৮.৭৫ গড়ে ৫৫০ রান করেছেন।
4/10

নিজের প্রথম বিশ্বকাপেই সকলের নজর কেড়েছেন রচিন রবীন্দ্র। তাঁর ৫৬৫ রান নিজের প্রথম বিশ্বকাপে যে কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ। রবীন্দ্র এখনও পর্যন্ত ৭০.৬২ গড়ে রান করেছেন।
5/10

পাকিস্তান কিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের নাম এই তালিকায় দেখে কেউই অবাক হবেন না। রিজওয়ান ৭১.৮০ গড়ে সাত ইনিংসে মোট ৩৫৯ রান করেছেন।
6/10

আফগানিস্তানের তরুণ কিপার-ব্যাটার ইকরাম আলি ৭৭ গড়ে রান করেছেন। অবশ্য তিনি মাত্র দুই ইনিংসই ব্যাট করেছেন।
7/10

আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের ইনিংস এখনও সকলের স্মৃতিতে তাজা। তিনি ৭৯.৪০ গড়ে রান করে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
8/10

কেন উইলিয়ামসন চলতি বিশ্বকাপে মাত্র তিনটি ইনিংস খেলেছেন বটে, তবে তার মধ্যেই দুইটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। উইলিয়ামসনের ব্যাটিং গড় ৯৩.৫০।
9/10

তালিকায় দুই নম্বরে রয়েছেন 'কিং কোহলি'। বিরাট ১০৮.৬০ গড়ে চলতি বিশ্বকাপে রান করেছেন।
10/10

একে ফখর জামান। বিরাটের থেকে সামান্যই এগিয়ে ফখর। পাক তারকার ব্যাটিং গড় ১০৯.৫০।
Published at : 10 Nov 2023 05:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
