এক্সপ্লোর
ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে সর্বাধিক গড়ে রান করেছেন কারা?
CWC 2023: সর্বাধিক গড়ে রান করা প্রথম দশ ব্যাটারের মধ্যে দুইজন ভারতীয়ও রয়েছেন।
বিশ্বকাপে সর্বাধিক গড়ে রান করেছেন কারা? (ছবি: পিটিআই)
1/10

কেএল রাহুল কিন্তু ভারতীয় মিডল অর্ডারের বড় ভরসা। তাঁর ৬১.২৫ গড়ে ২৪৫ রান তাঁকে এই তালিকায় দশম স্থানে রেখেছে।
2/10

আফগানিস্তানের সাফল্যের অন্যতম বড় কারণ তাঁদের দলের অধিনায়র হাশমাতুল্লা শাহিদি। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও তিনি মন্দ পারফর্ম করেননি। আফগান অধিনায়কের ব্যাটিং গড় ৬১.৬০।
Published at : 10 Nov 2023 05:30 AM (IST)
আরও দেখুন






















