এক্সপ্লোর
BCCI: অনামী মিঠুনই বিসিসিআই সভাপতি পদে? দিল্লির প্রাক্তন এই ক্রিকেটারকে চেনেন?
Mithun Manhas: আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও পুণে ওয়ারিয়র্সে খেলেছেন। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বে পুণে দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছে মিঠুনকে।
বিসিসিআই সভাপতি হতে চলেছেন মিঠুন মানহাস
1/8

মিঠুন মানহাস। নামটি সেভাবে পরিচিত না ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে এই মানুষটাই ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন আগামীতে।
2/8

দিল্লির জার্সিতে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বভার সামলেছেন। জম্মু কাশ্মীর ক্রিকেটের দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ে। বিসিসিআই সূত্রে খবর, গত শনিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বরই না কি মোটামুটি মিঠুনের নাম পাকা হয়ে গিয়েছে।
Published at : 21 Sep 2025 11:18 PM (IST)
আরও দেখুন






















