এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sourav Ganguly Birthday Exclusive: লন্ডনে প্রি বার্থ ডে পার্টিতে সানাকে কেক খাইয়ে দিলেন সৌরভ, হাজির সস্ত্রীক সচিনও
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/28e9285e2fae1a79c7b622938fe447641657171937_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Sourav Ganguly_Sachin Tendulkar_Dona Ganguly
1/12
![কাল, শুক্রবার পঞ্চাশ বছর পূর্ণ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছুটি কাটাতে আপাতত লন্ডনে রয়েছেন তিনি। সেখানেই আয়োজিত হয়েছিল প্রি বার্থ ডে সেলিব্রেশন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/c04dec440d3d2915070c8437c6060ecebba9e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কাল, শুক্রবার পঞ্চাশ বছর পূর্ণ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছুটি কাটাতে আপাতত লন্ডনে রয়েছেন তিনি। সেখানেই আয়োজিত হয়েছিল প্রি বার্থ ডে সেলিব্রেশন।
2/12
![লন্ডনে আয়োজিত পার্টিতে ফের দেখা গেল বিখ্যাত সচিন-সৌরভ জুটিকে। যাঁরা দেশের হয়ে অনবদ্য সমস্ত ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। জিতিয়েছেন প্রচুর ম্যাচ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/10a71c4f375451506fc3e1c7de8bcca8de2b1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
লন্ডনে আয়োজিত পার্টিতে ফের দেখা গেল বিখ্যাত সচিন-সৌরভ জুটিকে। যাঁরা দেশের হয়ে অনবদ্য সমস্ত ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। জিতিয়েছেন প্রচুর ম্যাচ।
3/12
![এক সময় ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার বলা হতো সচিন-সৌরভকে। এদিন দুজনকে দেখা গেল খোশমেজাজে। সৌরভের প্রি বার্থ ডে পার্টি চুটিয়ে উপভোগ করলেন মাস্টার ব্লাস্টারও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/564aa5dd4f1c407c64329fdf0932c99831e38.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এক সময় ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার বলা হতো সচিন-সৌরভকে। এদিন দুজনকে দেখা গেল খোশমেজাজে। সৌরভের প্রি বার্থ ডে পার্টি চুটিয়ে উপভোগ করলেন মাস্টার ব্লাস্টারও।
4/12
![এক ফ্রেমে ধরা দিলেন সচিন, অঞ্জলি, সৌরভ ও ডোনা। যে ছবি দেখলে বাঁধিয়ে রাখতে চাইবেন ভক্তরা। লন্ডন থেকে ডোনার কথায়, 'আজীবনের সঙ্গী আমরা চারজন। কত যে স্মরণীয় মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/301d9df5f31ae4a3a9dc324590a449cb68bc0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এক ফ্রেমে ধরা দিলেন সচিন, অঞ্জলি, সৌরভ ও ডোনা। যে ছবি দেখলে বাঁধিয়ে রাখতে চাইবেন ভক্তরা। লন্ডন থেকে ডোনার কথায়, 'আজীবনের সঙ্গী আমরা চারজন। কত যে স্মরণীয় মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি।'
5/12
![সৌরভের প্রি বার্থ ডে পার্টিতে কেক কাটাও হল। আর সৌরভ সবার আগে সেই কেক খাইয়ে দিলেন কন্যা সানাকে। যিনি উচ্চশিক্ষার জন্য এখন লন্ডনেই আছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/bedd283406f9ab10fe0ce27c349542ed573e8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সৌরভের প্রি বার্থ ডে পার্টিতে কেক কাটাও হল। আর সৌরভ সবার আগে সেই কেক খাইয়ে দিলেন কন্যা সানাকে। যিনি উচ্চশিক্ষার জন্য এখন লন্ডনেই আছেন।
6/12
![সৌরভের বাল্যবন্ধুদের অনেকেই লন্ডনে মহারাজের ৫০ উদযাপন করতে হাজির হয়ে গিয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই গিয়েছেন কলকাতা থেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/449afb304c2a9d109bf3dcee0cfe4e0f6dcc4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সৌরভের বাল্যবন্ধুদের অনেকেই লন্ডনে মহারাজের ৫০ উদযাপন করতে হাজির হয়ে গিয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই গিয়েছেন কলকাতা থেকে।
7/12
![অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সৌরভের লন্ডনের বন্ধুবান্ধব ও তাঁদের পরিবার। সঙ্গে ছিলেন কিছু আত্মীয়স্বজনও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/20e374e267a8cd6e2c7ea79503dbd8c888a29.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সৌরভের লন্ডনের বন্ধুবান্ধব ও তাঁদের পরিবার। সঙ্গে ছিলেন কিছু আত্মীয়স্বজনও।
8/12
![ভারতীয় ক্রিকেট দলও এখন রয়েছে ইংল্যান্ডে। টেস্ট ম্যাচের পর বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই উপলক্ষ্যে বোর্ড কর্তারাও রয়েছেন লন্ডনে। সকলেই সৌরভের প্রি বার্থ ডে সেলিব্রেশেনের পার্টিতে হাজির হয়ে গিয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/f04bc1f7b40b598abe1c84e5b47bd64127804.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় ক্রিকেট দলও এখন রয়েছে ইংল্যান্ডে। টেস্ট ম্যাচের পর বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই উপলক্ষ্যে বোর্ড কর্তারাও রয়েছেন লন্ডনে। সকলেই সৌরভের প্রি বার্থ ডে সেলিব্রেশেনের পার্টিতে হাজির হয়ে গিয়েছিলেন।
9/12
![ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধুমল, সহ সভাপতি রাজীব শুক্ল-সব বোর্ডের সমস্ত শীর্ষকর্তারাই সৌরভের প্রি বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/407467a0e7ce5c8fb4ddd7b6d7ff2d3e2c341.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধুমল, সহ সভাপতি রাজীব শুক্ল-সব বোর্ডের সমস্ত শীর্ষকর্তারাই সৌরভের প্রি বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন।
10/12
![সৌরভ পরেছিলেন লাল ফুল শার্ট ও কালো ট্রাউজার্স। লন্ডনে এখনও হাল্কা ঠাণ্ডা রয়েছে। তাই সৌরভ পরেছিলেন কালো রংয়ের হাফ সোয়েটার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/5d9fbfb6d19d6c56e7c08861e033f8c41bd84.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সৌরভ পরেছিলেন লাল ফুল শার্ট ও কালো ট্রাউজার্স। লন্ডনে এখনও হাল্কা ঠাণ্ডা রয়েছে। তাই সৌরভ পরেছিলেন কালো রংয়ের হাফ সোয়েটার।
11/12
![প্রি বার্থ ডে পার্টির মেন্যুতে ছিল নানারকমের কেক, পেস্ট্রি। সঙ্গে ভারতীয় ও কন্টিনেন্টাল ডিশ। বিভিন্ন রকমের স্যালাড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/1d38578e4414dacb4520f9ee031a93d7d59fe.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রি বার্থ ডে পার্টির মেন্যুতে ছিল নানারকমের কেক, পেস্ট্রি। সঙ্গে ভারতীয় ও কন্টিনেন্টাল ডিশ। বিভিন্ন রকমের স্যালাড।
12/12
![ভারতীয় সময়ে বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে শুক্রবার অর্থাৎ ৮ জুলাই পড়লেই বড়সড় সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে সৌরভের বন্ধু ও আত্মীয়-পরিজনদের। তথ্য - সন্দীপ সরকার, ছবি সৌজন্য - ডোনা গঙ্গোপাধ্যায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/3d7b197b5dfb6faf2a8dc9df7d5e1e23b7d01.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় সময়ে বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে শুক্রবার অর্থাৎ ৮ জুলাই পড়লেই বড়সড় সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে সৌরভের বন্ধু ও আত্মীয়-পরিজনদের। তথ্য - সন্দীপ সরকার, ছবি সৌজন্য - ডোনা গঙ্গোপাধ্যায়
Published at : 07 Jul 2022 09:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)