এক্সপ্লোর
Mumbai Indians: হার্দিকের নেতৃত্বে খেলবেন তিন অধিনায়ক! কেমন দল গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স? রইল ঝলক
IPL 2025: গত আইপিএলের আগে গুজরাত টাইটান্স থেকে ট্রেডিং উইন্ডো মারফত হার্দিক পাণ্ড্যকে দগলে ফিরিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকেই করা হয়েছিল অধিনায়ক। রোহিত শর্মাকে সরিয়ে।

কেমন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের এবারের দল? - পিটিআই
1/9

গত আইপিএলের আগে গুজরাত টাইটান্স থেকে ট্রেডিং উইন্ডো মারফত হার্দিক পাণ্ড্যকে দগলে ফিরিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকেই করা হয়েছিল অধিনায়ক। রোহিত শর্মাকে সরিয়ে। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবারও হার্দিকই থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ১৬ কোটি ৩৫ লক্ষ টাকায় তাঁকে রিটেন করেছে মুম্বই।
2/9

রোহিত শর্মার মুম্বই ছাড়া নিয়ে জোর জল্পনা ছিল। শেষ পর্যন্ত পাঁচবার আইপিএল জেতানো অধিনায়ককে ১৬ কোটি ৩০ লক্ষ টাকায় রেখে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
3/9

তিনি ভারতের টি-২০ দলের অধিনায়ক। আইপিএলে খেলবেন হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে। ১৬ কোটি ৩৫ লক্ষ টাকায় সূর্যকুমার যাদবকে রিটেন করেছে মুম্বই।
4/9

৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংসের অন্যতম অস্ত্র দীপক চাহারকে ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলাম থেকে কেনা মুম্বইয়ের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার তিনিই।
5/9

অবাক করে দেওয়ার মতো ব্যাপার হল, ওপরের কোনও ক্রিকেটারই নয়, মুম্বই সবচেয়ে বড় অঙ্কের আর্থিক চুক্তি করেছে যশপ্রীত বুমরার সঙ্গে। ১৮ কোটি টাকা দিয়ে বুমরাকে ধরে রেখেছে মুম্বই।
6/9

নিলাম থেকে মোট ১৮ ক্রিকেটারকে কিনেছে মুম্বই। ১২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে ট্রেন্ট বোল্টকে নিলাম থেকে কিনেছে মুম্বই। কিউয়ি পেসার আগেও খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে।
7/9

আফগানিস্তানের আল্লাহ গনজাফরকে ৪ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।
8/9

নিউজ়িল্যান্ডের বাঁহাতি স্পিনার মিটেল স্যান্টনারকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বই। পাঁচবারের চ্যাম্পিয়ন দলে থাকা অন্য বিদেশি ক্রিকেটারেরা হলেন রায়ান রিকেলটন, বিভান জন জেকবস, লিজাড উইলিয়ামস ও রিস টপলি।
9/9

সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে ৩০ লক্ষ টাকা দিয়ে ফের কিনেছে মুম্বই। এছাড়া দলের বাকি ক্রিকেটারেরা হলেন রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, অশ্বনী কুমার, কে শ্রীজিত, রাজ অঙ্গদ বাওয়া, এস রাজু ও বিগনেশ পুথুর। নিলামের পরে মুম্বইয়ের হাতে পড়েছিল আরও ২০ লক্ষ টাকা। ছবি - পিটিআই ও ফেসবুক
Published at : 05 Dec 2024 08:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
