এক্সপ্লোর
Hardik Natasa Christmas 2021: হার্দিকের স্ত্রী নাতাশা ফের অন্তঃসত্ত্বা? বড়দিন উদযাপনের ছবি ঘিরে জোর গুঞ্জন সোশাল মিডিয়ায়

Hardik Natasa Christmas 2021
1/8

সারা দেশজুড়ে উৎসবের আবহে পালিত হয়েছে বড়দিন। সেলিব্রিটিরাও বড়দিন উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বাদ যাননি ক্রিকেটার হার্দিক পান্ড্য ও তাঁর স্ত্রী নাতাশা। তাঁরাও তাঁদের বড়দিন উদযাপনের ছবি শেয়ার করেছেন।
2/8

আর হার্দিকের সঙ্গে তাঁর স্ত্রীর ছবি সোশাল মিডিয়ায় সামনে আসতেই জোর জল্পনা ছড়িয়েছে যে, নাতাশা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন।
3/8

আসলে নাতাশাকে ছবিতে গোপালি রঙের বডিকোন গাউন পরে থাকতে দেখা গিয়েছে। আর এরইমধ্যে অনুরাগীদের অনেকেই মনে করেন, নাতাশার বেবি বাম্প দেখা গিয়েছে।
4/8

বড়দিনে হার্দিক ও নাতাশা এবং তাঁদের সন্তান অগস্ত্য খুব মজা করেছেন। আর সেই উদযাপনের ছবিও তোলেন।
5/8

নাতাশা ও হার্দিক বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠদের সঙ্গে বাড়িতে জমিয়ে পার্টি করেছেন।
6/8

ছবিতে হার্দিক ও ক্রুণাল হিমাংশু পান্ড্যকে তাঁদের স্ত্রীদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে।
7/8

সোশাল মিডিয়ায় অনুরাগীরা পান্ড্য ভাইদের পরিবারের এই ছবি খুবই পছন্দ করেছেন। ছবিগুলিতে দেখা গিয়েছে, তাঁরা তাঁদের বাড়ি খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন।
8/8

সোশাল মিডিয়ায় ছবিগুলিতে অনুরাগীরা দেদার লাইক দিয়েছেন এবং তাঁদের মন্তব্য জানিয়েছেন। এই সমস্ত ছবি হার্দিক ও নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে।
Published at : 26 Dec 2021 04:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
