WB News: তৃণমূল পরিচালিত পুরসভার মদতে অমরাবতী মাঠেই কি থাবা বসাচ্ছে প্রোমোটাররা?
ABP Ananda Live: সোদপুরের অমরাবতী মাঠ। স্বাধীনতার আগে থেকেই এখানে উন্নয়নমূলক কাজ চলত। এখনও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা হয় এই মাঠে।
তৃণমূল পরিচালিত পুরসভার মদতে সেই অমরাবতী মাঠেই কি থাবা বসাচ্ছে প্রোমোটাররা? অভিযোগ সামনে আসতেই, রুখে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। অমরাবতী মাঠে এখন প্রায় আড়াইশো দোকান রয়েছে, বেআইনি গ্যাস কাটার কারবার থেকে অবৈধভাবে পার্কিং, সবই চলে রমরমিয়ে। যদিও, বেআইনি দখলদারি, প্রোমোটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে পানিহাটি পুরসভা। তাদের দাবি, স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিতেই জমিটি পরিষ্কার করা হচ্ছিল।
বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার রাজধানীতে!
বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার রাজধানীতে! নির্বাচন কমিশনে গেল বিজেপি, তারপরেই তৃণমূল। অভিযোগ জানিয়ে এল বিজেডিও। যেখানে বিজেপি, সেখানেই কেন ভুয়ো ভোটার? কমিশনের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল। পাল্টা সিইও দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। আঁতাঁতের অভিযোগ। ভোটার তালিকায় ভূত, উত্তাল সংসদ। আলোচনার প্রস্তাব খারিজ। রাজ্যসভা থেকে তৃণমূল-সহ বিরোধীদের ওয়াকআউট। পাশে দাঁড়াল কংগ্রেসও। ভোটার তালিকায় গরমিল। ERO, DEO, CEO পর্যায়ে অমীমাংসিত সমস্যার সমাধান কীভাবে? এপ্রিলের মধ্যে রাজনৈতিক দলের মতামত চাইল কমিশন। তাপসীর পরে তালিকায় আরও বিজেপি সাংসদ-বিধায়ক। হুঁশিয়ারি তৃণমূলের। বিজেপি ছেড়ে তৃণমূলে, শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা তাপসী। মমতার সঙ্গে নবান্নে আধ ঘণ্টার সাক্ষাৎ। দলবদলের জল্পনা উড়িয়ে মুখ খুললেন নৌশাদ। নবান্নে মমতা-নৌশাদের সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই অশান্ত ভাঙড়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের উপর হামলার অভিযোগ। মানতে নারাজ আইএসএফ।

















