এক্সপ্লোর
Indian Cricket: বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বর ব্য়াটিং পজিশনে কে সেরা বিকল্প, পরিসংখ্যান কী বলছে?
Indian Cricket Team Update: ২০১৯ সালে বিশ্বকাপের পর ৪ বছর কেটে গেলেও এখনও ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্যাটে ৪ নম্বর ব্যাটিং স্লট নিয়ে ধন্দ্ব চলছেই। গত চার বছরে এই পজিশনে কে সবচেয়ে বেশি রান করেছেন?

তালিকায় কে এল রাহুল ও ঈশান কিষাণ
1/10

ওয়ান ডে ক্রিকেটে অভিষেকের পর থেকে ৬টি ম্যাচে চার নম্বর স্লটে ব্যাটিং করেছেন তরুণ উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ।
2/10

২১.২০ গড় নিয়ে ব্যাটিং করে মোট ১০৬ রান করেছেন এই পজিশনে ব্যাট করে ঈশান কিষাণ। একটি অর্ধশতরানও রয়েছে ঝুলিতে।
3/10

তালিকায় রয়েছেন কে এল রাহুলও। আসন্ন বিশ্বকাপেও অন্যতম দাবিদার তিনি এই পজিশনে খেলার জন্য।
4/10

মোট ৪টি ম্যাচ ওয়ান ডে-তে চার নম্বর স্লটে ব্য়াটিং করেছেন রাহুল। ৬৩-র ওপর গড় তাঁর এই পজিশনে ব্যাটিং করতে নেমে। ১৮৯ রান করেছেন। একটি শতরানও রয়েছে।
5/10

তালিকায় সবচেয়ে বেশি রান শ্রেয়স আইয়ারের। তিনি চোট সারিয়ে পুরো ফিট হলে এবারের বিশ্বকাপে চার নম্বরে অটোমেটিক চয়েস।
6/10

মোট ২২ ম্যাচে এই পজিশনে খেলে ৪৭-র ওপর গড়ে ৮০৫ রান করেছেন। পাঁচটি অর্ধশতরান ও কিছু সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে।
7/10

তালিকায় একেবারেই কম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার মণীশ পাণ্ডে। প্রতিভা ও যোগ্যতা থাকা সত্ত্বেও ধারাবাহিকতার অভাবে তিনি দলে আর সুযোগ পান না।
8/10

২০১৯ বিশ্বকাপের পর থেকে মণীশ ৩ ম্যাচ চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রান করেছেন।
9/10

তালিকায় থাকবেন ভারতীয় দল থেকে বাইরে থাকা ঋষভ পন্থও।
10/10

ব্যাটিং পজিশনে চার নম্বরে ব্যাট করতে নেমে ১১ ম্য়াচে ৩৬০ রান করেছন ভারতীয় দলের এই তরুণ উইকেট কিপার ব্যাটার।
Published at : 16 Aug 2023 01:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
