এক্সপ্লোর
Commonwealth Games: আর কিছুদিন পরেই শুরু কমনওয়েলথ গেমস, জেনে নিন টুর্নামেন্টের অজানা ইতিহাস
Commonwealth Games History: আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমসে। ৮ অগাস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। ভারত থেকে এবার ২১৫ জন অ্যাথলিট অংশ নিতে চলেছে।
ফাইল ছবি
1/10

অলিম্পিক্সের মতোই প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় কমনওয়েলথ গেমসের আসর। ১৯৩০ সালে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এবার ইংল্য়ান্ডের বার্মিংহ্যামে বসবে কমনওয়েলথ গেমসের আসর।
2/10

প্রথমে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামে হয় টুর্নামেন্ট। এরপর পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালের পর থেকে কমনওয়েলথ গেমস নামেই অনুষ্ঠিত হচ্ছে।
3/10

বার্মিংহ্য়াম উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৮ জুলাই থেকে শুরু টুর্নামেন্ট।
4/10

এখনও পর্যন্ত মোট ৭টি দেশের ১৮টি শহরে কমনওয়েলথ গেমসের আসর বসেছে। শেষবার ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় গোল্ডকোস্টে বসেছিল টুর্নামেন্টের আসর।
5/10

আসন্ন কমনওয়েলথ গেমসের আসরে প্রথমবার ক্রিকেটের আসর বসবে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকারা এরমধ্যেই বার্মিংহ্যামে চলে গিয়েছে।
6/10

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার লভলিনা বড়গোঁহাই ও মহিলা বক্সার নিখাত জারিন বার্মিংহ্যামে পৌঁছনোর পর তাঁদের ঘিরে সেখানকার ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস।
7/10

এবছর কমনওয়েলথে অংশগ্রহণের জন্য ১৮ জুলাইয়ের মধ্যেই সব দেশের ক্রীড়াবিদদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল আগেই।
8/10

এবছর পেরি নামক একটি ষাঁড়কে ম্যাসকট হিসেবে নির্বাচিত করা হয়। এর গায়ে বিভিন্ন রঙ। বার্মিংহামের একটি এলাকা পেরি বারের নামেই এর নামকরণ।
9/10

যে আলেকজান্ডার স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের আসর বসবে সেই স্টেডিয়ামটিও এই এলাকাতেই অবস্থিত।
10/10

১৯৩৪ সালে লন্ডন, ২০০২ সালে ম্যাঞ্চেস্টারের পর তৃতীয়বারের জন্য ইংল্য়ান্ড এবারের কমনওয়েলথ গেমস আয়োজিত করতে চলেছে।
Published at : 26 Jul 2022 09:35 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















