ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত ১০৬ রানের ইনিংস খেললেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ঘরের মাঠে চেন্নাইয়ের চিপকে এটাই প্রথম সেঞ্চুরি তাঁর।
2/7
প্রায় বছর পাঁচেক বাদে টেস্টে শতরান হাঁকালেন অশ্বিন। আর টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে ইংল্যান্ড দ্বিতীয় কোনও প্রতিপক্ষ যাদের বিরুদ্ধে সেঞ্চুরি পেলেন তিনি।
3/7
রবিচন্দ্রন অশ্বিন তাঁর কেরিয়ারের আগের চারটি শতরানই করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শেষবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসেছিল তাঁর শতরান। ২০১৬ সালের ৯ অগাস্ট। সেই ইনিংসে অশ্বিন করেছিলেন ১১৮।
4/7
রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান ২০১১ সালের ২২ নভেম্বর। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৩ রান করেছিলেন তিনি। যে কীর্তির কদিন আগেই ৬ নভেম্বর টেস্ট অভিষেক হয়েছিল অশ্বিনের।
5/7
অশ্বিনের কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান ২০১৩ সালের ৬ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিুলেন ১২৪। ২০১২ সালের ৫ ডিসেম্বর নন্দন কাননেই ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯১ করেছিলেন অশ্বিন।
6/7
বিদেশের মাটিতে রবিচন্দ্রন অশ্বিনের প্রথম শতরান ২০১৬ সালের ২১ জুলাই। অ্যান্টিগায়। সেই ম্যাচে অশ্বিন করেছিলেন ১১৩ রান। সেই সিরিজেই কদিন পরে এসেছিল অপর তথা তাঁর কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান।
7/7
ব্যাটসম্যান অশ্বিনের মতোই বোলার অশ্বিন বিশেষ একটি দ্বিশতরান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ জন বাঁ-হাতি ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। যে তালিকায় তাঁর পরে রয়েছেন মুথাইয়া মুরলীধরণ (১১৯)। পাশাপাশি ভারতের মাটিতে টেস্ট উইকেট শিকারের ভিত্তিতে হরভজন সিংহকে (২৬৫) টপকে আপাতত দুইয়ে অশ্বিন (২৬৮)। তাঁর আগে রয়েছেন শুধু অনিল কুম্বলে (৩৫০)।