এক্সপ্লোর
MS Dhoni: এজবাস্টনে ভারতের ড্রেসিংরুমে আচমকা হাজির কিংবদন্তি, দিলেন পরামর্শও
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/362715b13d45879e1254aefd5365079f1657396520_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
MS Dhoni
1/8
![সদ্য ৪১ বছর সম্পূর্ণ করেছেন। ৭ জুলাই তাঁর জন্মদিন কাটিয়েছেন ইংল্যান্ডেই। শনিবার মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গেল ভারতীয় ড্রেসিংরুমে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/90927b0c2a3a8f7f02c9b0451fda3eeb2c5b6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্য ৪১ বছর সম্পূর্ণ করেছেন। ৭ জুলাই তাঁর জন্মদিন কাটিয়েছেন ইংল্যান্ডেই। শনিবার মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গেল ভারতীয় ড্রেসিংরুমে।
2/8
![কাকতালীয় হলেও, ধোনির বিলেত সফরের সময়ই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। টেস্ট ম্যাচের পর চলছে টি-টোয়েন্টি সিরিজ। শনিবার যে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/399fba666ae44d9ab767fce1a2b9911cfcdbd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাকতালীয় হলেও, ধোনির বিলেত সফরের সময়ই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। টেস্ট ম্যাচের পর চলছে টি-টোয়েন্টি সিরিজ। শনিবার যে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।
3/8
![ধোনি ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। উইম্বলডন দেখতেও গিয়েছিলেন। তবে তার ফাঁকে ক্রিকেটের হালহকিকতের খোঁজও নিচ্ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/a9dfb6b592064320c79ba691aba3c084f6a27.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধোনি ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। উইম্বলডন দেখতেও গিয়েছিলেন। তবে তার ফাঁকে ক্রিকেটের হালহকিকতের খোঁজও নিচ্ছিলেন।
4/8
![শনিবার তিনি সটান হাজির হলেন এজবাস্টনে ভারতের ড্রেসিংরুমে। সেখানে ঈশান কিষাণদের পরামর্শও দিতে দেখা গেল কিংবদন্তি অধিনায়ককে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/bd35ad818f440e68c85b24306b75666de21f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিবার তিনি সটান হাজির হলেন এজবাস্টনে ভারতের ড্রেসিংরুমে। সেখানে ঈশান কিষাণদের পরামর্শও দিতে দেখা গেল কিংবদন্তি অধিনায়ককে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল।
5/8
![টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪১ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে ২-০ এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেললেন রোহিত শর্মারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/56d2caf991103b885d041f52aef5d97d1b277.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪১ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে ২-০ এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেললেন রোহিত শর্মারা।
6/8
![সিরিজের তৃতীয় ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। ১৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ভুবনেশ্বর কুমার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/4d65717d527da43f34e6792d6cbcc76c59429.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিরিজের তৃতীয় ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। ১৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ভুবনেশ্বর কুমার।
7/8
![ভারতের ১৭০/৮ স্কোরের জবাবে ১২১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ২ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহালও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/ae923bf523150bfc6cd8452a205dd72058247.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের ১৭০/৮ স্কোরের জবাবে ১২১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ২ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহালও।
8/8
![বল হাতে ছন্দে ছিলেন যশপ্রীত বুমরাও। তিনিও তুলে নেন ২ উইকেট। ছবি - বিসিসিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/1b80462879dab3125d1d1144bf3965750d63c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বল হাতে ছন্দে ছিলেন যশপ্রীত বুমরাও। তিনিও তুলে নেন ২ উইকেট। ছবি - বিসিসিআই
Published at : 10 Jul 2022 01:25 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)