এক্সপ্লোর
Ind vs Eng 2021 News:'শুধু অধিনায়ক করা হলে পারফর্ম করবেন!', চিপকে হতশ্রী ব্যাটিংয়ের পর ট্যুইটারে কটাক্ষের মুখে রাহানে
রাহানে
1/9

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে নিরাশ করলেন ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। হোম কন্ডিশনে রাহানেকে বেশ আলাদা মনে হয়েছে। তাঁকে একেবারেই আত্মবিশ্বাসী মনে হয়নি এবং ডিফেন্সের দিকেই ছিল তাঁর নজর। মেলবোর্নে শতরানের পর তাঁর ব্যাট থেকে আর বড় রান আসেনি। বাকি ইনিংসগুলিতে অল্প রানেই আউট হয়েছেন তিনি।
2/9

আর ভারতীয় সমর্থকদের একাংশ তো কোনও ম্যাচে ব্যর্থ হলে কোনও ক্রিকেটারকে নায়কের আসন থেকে নামিয়ে আনতে দেরি করেন না। রাহানের ক্ষেত্রেও তাই হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিরাট কোহলি দেশে ফিরে আসায় বাকি তিনটি টেস্টের নেতৃত্ব করেছিলেন তিনি । সিরিজের প্রথম টেস্ট হারার পর দুরন্তভাবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল রাহানের ভারত। বাকিটা ইতিহাস। অস্ট্রেলিয়াকে ২-১ সিরিজ হারিয়ে ভারতের সিরিজ জয়ের পর ভারতীয় সমর্থকদের কাছে নায়ক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর দলে রাহানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেরি করেননি সমর্থকদের একাংশ।
Published at :
আরও দেখুন






















