আমদাবাদে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।
2/10
ম্যাচের রাশ পেণ্ডুলামের মতো দুলল একবার ভারতের দিকে, তো আরেকবার ইংল্যান্ডের দিকে।
3/10
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। ভারত তোলে ৮ উইকেটে ১৮৫ রান। ৬টি চার ও ৩টি ছক্কা মেরে ৩১ বলে ৫৭ রান করেন সূর্যকুমার যাদব। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।
4/10
ব্যাট করতে নেমে শুরুতেই জশ বাটলারকে হারায় ইংল্যান্ড। তাঁকে তুলে নেন ভুবনেশ্বর কুমার।
5/10
দাভিদ মালান ও জনি বেয়ারস্টোকে পরপর তুলে নেন রাহুল চাহার। ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
6/10
বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন হার্দিক পাণ্ড্য। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে বঢোদরার অলরাউন্ডার তুলে নেন ২ উইকেট।
7/10
তবে ইংল্যান্ডকে ম্যাচে ভালমতোই রেখেছিলেন জেসন রয় (২৭ বলে ৪০ রান) ও বেন স্টোকস (২৩ বলে ৪৬ রান)। এক সময় যখন ম্যাচ কার্যত ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন স্টোকস, তখনই তাঁকে ফেরান শার্দুল ঠাকুর। পরের বলেই তিনি ফিরিয়ে দেন অইন মর্গ্যানকে। ম্যাচে ফের ঘুরে দাঁড়ায় ভারত।
8/10
শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৭/৮ স্কোরে আটকে যায় ইংল্য়ান্ড। শার্দুল নেন ৩ উইকেট।
9/10
৮ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-২ অবস্থায়। শেষ ম্যাচে নির্ধারিত হতে চলেছে সিরিজের ভাগ্য।
10/10
ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। দেশের জার্সিতে প্রথম ইনিংসেই নজর কাড়লেন মুম্বইয়ের ক্রিকেটার। ছবি: বিসিসিআই