এক্সপ্লোর
মহম্মদ শামির শেষ ওভার বদলে দিল ম্যাচের রং
1/6

শেষ বলে জয়ের জন্য ১ রানের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শামির দুরন্ত ইয়র্কার দেন। অফ স্টাম্পের বাইরে এই ফুলার লেংথ বলে টেলর অন সাইডে স্লগ করার চেষ্টা করেন টেলর। কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লেগে স্টাম্পে আছড়ে পড়ে। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
2/6

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচে টানটান থ্রিলারে সুপার ওভারে জিতল ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। রোহিত শর্মার ঝোড়ো ৬৫ রানের ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে করে পাঁচ উইকেট ১৭৯ রান। রান তাড়া করতে নেমে একটা সময় জয়ের গন্ধ পাচ্ছিল ব্ল্যাক ক্যাপরা। কিন্তু ভারতের পেসার মহম্মদ শামির একটা ওভার ম্যাচের মোড় পাল্টে দিল। কার্যত নিশ্চিত হারের মুখ থেকে দলকে টেনে তুললেন তিনি। ম্যাচ গড়াল সুপার ওভারে। শেষ দুই বলে রোহিতের ছক্কায় নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার টি ২০ সিরিজ জয় নিশ্চিত করল মেন ইন ব্লু ব্রিগেড। ভারত সিরিজে এগিয়ে গেল ৩-০।
Published at :
আরও দেখুন





















