চলতি ত্রয়োদশ আইপিএল একেবারেই ভালো গেল না মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার প্লেঅফের আগেই তাদের টুর্নামেন্টে অভিযান শেষ হচ্ছে। চলতি সিজনে ১২ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছে সিএসকে। পয়েন্ট তালিকায় একেবারে শেষে আট নম্বরে রয়েছে তারা।
2/5
সিএসকে-এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, আগামী সিজনে হলুদ-বাহিনীর নেতৃত্বে থাকছেন না মাহি। এরইমধ্যে এই বিষয়ে সিএসকে-র সিইও গুরুত্বপূর্ণ একটি বিবৃতি দিলেন।
3/5
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ বলেছেন, আমার সম্পূর্ণ বিশ্বাস যে, ধোনি ২০২১-এর আইপিএলেও দলকে নেতৃত্ব দেবেন। তিনি আমাদের তিনবার আইপিএল ট্রফি দিয়েছেন। এবারই প্রথম হল যে, আমরা প্লেঅফে পৌঁছতে পারিনি। এক বছর খারাপ হওয়ার অর্থ এই নয় যে, সবকিছু বদলে যাবে।
4/5
এবারের আইপিএলে চেন্নাই আরও দুটি ম্যাচ খেলবে। পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
5/5
উল্লেখ্য, এবারের টুর্নামেন্ট শুরুর আগেই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুরেশ রায়না ও হরভজন সিংহ তাঁদের নাম প্রত্যাহার করেন। সিইও বলেছেন, এই কারণেই দলের ভারসাম্য বদলে যায়। গুরু বিশ্বনাথ বলেছেন, নিজেদের ক্ষমতা অনুযায়ী এবার টুর্নামেন্টে খেলতে পারেনি দল। এমন চারটি ম্যাচ আমরা হেরেছি, যেগুলিতে আমাদের জয়ী হওয়া উচিত ছিল। রায়না ও ভাজ্জি না খেলায় দলের ভারসাম্য বদলে যায়।