এক্সপ্লোর
ABP Exclusive: আজাদ ময়দানে রাত কাটিয়েছেন, সেই যশস্বীই এখন আইপিএলের সেরা আকর্ষণ
IPL 2023: রাজস্থান রয়্যালস তারকা যশস্বী জয়সওয়ালকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

Yashasvi Jaiswal Jwala Singh
1/10

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলের (IPL) ইতিহাসে জায়গা করে নিয়েছেন।
2/10

রাজস্থান রয়্যালস তারকা যশস্বী জয়সওয়ালকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
3/10

উত্তর প্রদেশ থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মুম্বই। সেখানে থাকার জায়গা না পাওয়ায় আজাদ ময়দানে মাঠকর্মীদের তাঁবুতে থাকতেন।
4/10

২০১৩ সালে স্থানীয় ক্রিকেট কোচ জ্বালা সিংহের নজরে পড়ে যান। যশস্বীকে সান্তাক্রুজে নিজের বাড়িতে নিয়ে যান জ্বালা। শুরু হয় জীবনের নতুন এক পর্ব।
5/10

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার পর আইপিএলে সুযোগ পান। কিন্তু প্রথম আইপিএলে, ২০২০ সালে ৩ ম্যাচে মাত্র ৪০ রান করেছিলেন।
6/10

হতাশায় কোচ জ্বালার কাছে কেঁদে ফেলেছিলেন যশস্বী। ছাত্রকে আগলে রেখেছিলেন কোচ।
7/10

সেখান থেকে কোন মন্ত্রে ছাত্রকে পাল্টে দিলেন জ্বালা? যশস্বীর গুরু বলছেন, 'পরের পর্বের প্র্যাক্টিস শুরু করাই। তখন লক ডাউন চলছে। মুম্বইয়ে সব মাঠ বন্ধ ছিল। আমার গ্রামের বাড়ি গোরক্ষপুরে ওকে নিয়ে যাই। ২০১৩ সাল থেকে ও আমার বাড়িতেই থাকত। গোরক্ষপুরে সিমেন্টের পিচ বানিয়ে ১৫ গজ দূর থেকে হার্ড প্লাস্টিক বলে থ্রো ডাউন দিয়ে ব্যাটিং প্র্যাক্টিস করিয়েছি। সামনের পায়ে ড্রাইভ থেকে শুরু করে বাউন্সারে স্কোয়্যার কাট, পুল, হুক সব প্র্যাক্টিস করিয়েছি। তারপর সেন্টার উইকেট নিয়ে গিয়ে ছয় মারা প্র্যাক্টিস করিয়েছি। তাতেই ওর ব্যাটের ধার বেড়েছে।'
8/10

দিলীপ বেঙ্গসরকর ও ওয়াসিম জাফর ব্যাটিং নিয়ে পরামর্শ দিয়েছিলেন যশস্বীকে। দিলীপ বেঙ্গসরকরের অ্যাকাডেমির হয়ে ইংল্যান্ড সফরেও গিয়েছিলেন তিনি।
9/10

ইডেনে নীতীশ রানার এক ওভারে ২৬ রান নেন। সেখান থেকেই ঘুরে যায় ম্যাচ।
10/10

যশস্বীকে দিয়ে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চান কোচ জ্বালা সিংহ।
Published at : 12 May 2023 08:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
