এক্সপ্লোর
IPL 2024: ঝুলিতে দুটো আইসিসি ট্রফি, আইপিএলে যে দলেই এসেছেন সেই দলই পারেনি খেতাব জিততে
Tata IPL 2024: আইপিএলের ১০ টা দলের মধ্যে যে চারটে দল পাঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লি ও লখনউ ট্রফি জেতেনি আজ পর্যন্ত। মার্কাস স্টোইনিস তাঁর আইপিএল কেরিয়ারে শুধুমাত্র এই চারটে দলের হয়েই খেলেছেন!

মার্কাস স্টোইনিস
1/10

মার্কাস স্টােইনিস অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পরিচিত মুখ। তারকা এই অলরাউন্ডার আইপিএলে এখনও পর্যন্ত চারটি দলের হয়ে খেলেছেন। যার শুরুটা হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে।
2/10

পাঞ্জাবের জার্সিতে ২০১৬-২০১৮ পর্যন্ত আইপিএলে খেলেছেন। দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি।
3/10

শুধু পাঞ্জাব নয়। এছাড়াও আইপিএলে চলতি বছর পর্যন্ত আরও তিনটি দলের হয়ে খেলেছেন তিনি। কিন্তু কোনও দলই আজ পর্যন্ত আইপিএল খেতাব জেতেনি।
4/10

২০২০-২০২১ দুটো মরশুম দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন স্টোইনিস। কিন্তু দিল্লিও আজ পর্যন্ত আইপিএল জেতেনি।
5/10

স্টোইনিস সেই ২০১৩-২০১৪ মরশুম থেকে মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ লিগে খেলেন! অথচ আজ পর্যন্ত একবারও তারা বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হতে পারেনি!
6/10

২০১২-২০১৩ মরশুম পর্যন্ত পার্থ স্কর্চার্সের সদস্য ছিলেন স্টোইনিস। সেই মরশুম পর্যন্ত বিগ ব্যাশে খেতাব জিততে পারেনি তারা। পরের মরশুমেই স্টোইনিস দল ছাড়লে পার্থ খেতাব জেতে।
7/10

২০১৮-২০১৯ মরশুমে আরসিবির জার্সিতে খেলেছিলেন মার্কাস স্টোইনিস। পরের মরশুমে দিল্লি চলে যান তিনি।
8/10

২০০৮ সাল থেকে আইপিএলে খেলেও আজ পর্যন্ত আইপিএলে জিততে পারেনি আরসিবি।
9/10

লখনউ সুপারজায়ান্টস জার্সিতে খেলছেন স্টোইনিস বর্তমানে। এই দলটিও তৃতীয় মরশুম খেলছে আইপিএল। প্রথম দুটো মরশুমে খেতাব জেতেনি তারা।
10/10

2024 সালে SA20-তে ডারবান সুপারজায়ান্টসে যোগ দিলেন স্টোইনিস, কিন্তু তারা ফাইনালে পৌঁছেও পরাজিত হল! দেশের জার্সিতে দুটো আইসিসি ট্রফি জিতলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ভাঁড়ার শূন্য স্টোইনিস।
Published at : 17 Apr 2024 09:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
